| |
|---|
রহমতুল্লাহ, সাগরদিঘী : পবিত্র রমজান মাস শেষে খুশির ঈদ পালিত হলো গোটা দেশ জুড়ে। এদিকে ঈদ উপলক্ষে মুসলিম ধর্মপ্রানদের পেঁয়ারা, লেবু, গোলাপ, মোহগিনী ইত্যাদি চারাগাছ উপহার দিয়ে শান্তি, সম্প্রতি ও সবুজ সংস্কৃতির বার্তা পৌঁছে দিলো সাগরদিঘী উইনার ট্রাস্ট।
সারাবছর বিনামূল্যে চারাগাছ উপহার, বৃক্ষ রোপণ ও রক্তদান সহ বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করে আসছে এই সংস্থা বিগত পাঁচ ছয় বছর ধরে। ইতিমধ্যে বৃক্ষরোপণ টাকে সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনে পরিণত করতে বিশেষভাবে সাহায্য করে চলেছে সংস্থাটি। সারা বছর বিভিন্ন রকম সামাজিক এবং সাংস্কৃতিক কাজের মাধ্যমে সমাজের সম্প্রীতি এবং সংস্কৃতির বার্তা কে পৌঁছে দিচ্ছে সংস্থাটি। পবিত্র ঈদ উপলক্ষে সাগরদিঘীর বিনোদবাটি গ্রামের জুম্মা মসজিদের সামনে পালিত হয় এই কর্মসূচী। প্রথমে বৃক্ষরোপন করে শুই হয় কর্মসূচির তারপর একে একে আগত সকল মুসল্লীদের দেওয়া হয় চারাগাছ। উপস্থিত ছিলেন ট্রাস্টের সভাপতি রাধারানী দাস,সম্পাদক সঞ্জীব দাস সহ সদস্য মিঠুন দাস, অনিকেত চৌধুরী, বিশ্বজিৎ সাহা, প্রকাশ দাস, সুজন দাস, ইন্দ্র ফুলমালি, সুরাজ মন্ডল, দীপঙ্কর দাস সহ অন্যান্যরা।


