|
---|
- নতুন গতি নিউজডেস্ক: দেশ জুড়ে চলছে লকডাউন। এর মধ্যে চলছে পবিত্র রমজান মাস। সোমবার পরিত্র ইদ। এদিকে গোটা জেলা জুড়ে ইদগাহ ময়দানগুলিতে নমাজ পাঠ থেকে বিরত থাকার কথা জানিয়ে দিয়েছে ইদগাহ কমিটিগুলি। সুজাপুরে নয়মৌজা ইদগাহ ময়দানে ইদে লাখো মানুষের জমায়েত হয়ে থাকে। রাজ্যে ইদের জমায়েতে দ্বিতীয় স্থানে নয়মৌজা। সেখানেও এবার ইদের নমাজ পাঠ বন্ধ রাখা হয়েছে। ইদ পালন করা হলেও বিধি মেনে বাড়িতেই পালন করার কথা বলা হয়েছে। গোটা জেলার মতো হবিবপুর থানা এলাকাতেও এবার ইদগাহ ময়দানে নমাজ পাঠ বন্ধ রাখা হয়েছে। এখানকার আইহো ইদগাহ ময়দানেও বন্ধ রয়েছে নমাজ পাঠ। এখানকার মসজিদের মৌলবি বলেন, ‘সরকারি নির্দেশ মেনে মসজিদে নমাজ পাঠ না করে বাড়িতে নমাজ পাঠের আবেদন রাখা হয়েছে। কোনও জমায়েত করা যাবে না। এই ভয়াবহ পরিস্থিতিতে আমরা ইদের নমাজ ইদগাহ ময়দানে না করার সিদ্ধান্ত নিয়েছি।