|
---|
সংবাদদাতা : উত্তর ২৪পরগনা সন্দেশখালি অন্তর্গত রামপুর জামে মসজিদ ও রামপুর মুসলিমরা জুনিয়র হাই মাদ্রাসার ইদগা ময়দানে সিরাত সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশনাল ট্রাস্টের রাজ্য সম্পাদক,শিক্ষক মাওলানা আবু সিদ্দিক খান উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে বলেন,আজ পবিত্র ঈদুল আযহার দিন এই দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হজরত ইব্রাহিম (আঃ) এর সুন্নতকে জেন্দা করা পাশাপাশি মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ত্যাগের মধ্য দিয়ে আমরা কুরবানী করে থাকি। এই কুরবানী করতে গিয়ে অন্য ধর্মালম্বী মানুষের মনে যাতে আঘাত না লাগে সেদিকে আমাদের প্রত্যেকের খেয়াল রাখা উচিত।একান্ত প্রয়োজনে মাক্স ও হেলমেট সহ ৪০ এর উপরে বাইক না চালানো।ঈদের মাঠে সিরাতের পক্ষ থেকে পাঁচশো মাস্ক বিতরণ করা হয় এবং নামাজবাদ জনাব আবু সিদ্দিক খান বিশ্ব শান্তি ও মহামারী থেকে হেফাজতের উদ্দেশ্যে এবং বিশেষ করে জনাব কামরুজ্জামান সাহেব ও আব্দুল মোমেন সাহেব সহ যারা অসুস্থ আছেন তাদের জন্য দোয়া করেন।