ইদ্রিস আলীর বিরুদ্ধে আর্থিক অভিযোগ করেছিলেন ঠিক নয় বলে জানালেন মোস্তফা সেখ।

মফিজুল হক : আজ ১৮ই সেপ্টেম্বর রবিবার, মুর্শিদাবাদ জেলার বহরমপুরে এক সাংবাদিক সম্মেলন করে, ভগবানগোলা বিধানসভার কুঠিরামপুর অঞ্চলের অঞ্চল সভাপতি মোস্তফা সেখ জানালেন ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলীর বিরুদ্ধে তিনি গত ৮ই আগষ্ট ২০২২, আর্থিক লেনদেনের অভিযোগ করেছিলেন (তিনি টাকা দিয়েছিলেন) তা ঠিক নয়।রাগের বশবর্তী হয়ে আমি ঐ মিথ্যা অভিযোগ করেছিলাম। বিধায়ক ইদ্রিস আলী উক্ত সাংবাদিক সম্মেলনে বলেন,আমাকে যারা চিনেন তারা সবাই জানেন, আমি দুর্নীতিগ্রস্হ না।রাগের মাথায় আমিও মোস্তফা সেখ কে চোর,মাতাল, তোলাবাজ ইত্যাদি বলেছিলাম সেগুলো ও সত্য নয়।গত ৮ই আগষ্ট যে রিয়াত হোসেন সরকার এর নাম উঠেছিল তিনি ও বললেন আমাদের সমস্ত ভুল বোঝাবুঝির অবসান হয়ে গেল। বিধায়ক অঞ্চল সভাপতি সকলকে নিয়ে আমরা একসঙ্গে কাজ করবো। পন্চায়েত সমিতির সভাপতি তসলিমা বিবিও এক ই কথা বললেন।