|
---|
আজ নদীয়া জেলার চর নবীনগঞ্জ গ্রামের গ্রামবাসীবৃন্দের উদ্যোগে ও পশ্চিমবঙ্গ উলামা পরিষদের সহযোগিতায় চর নবীনগঞ্জ প্রাথমিক বিদ্যালয় চত্ত্বরে “ঈদুল ফিতর উপলক্ষ্যে-খাদ্য ও বস্ত্র বিতরণ” শীর্ষক একটি সভার আয়োজন করা হয়।
উক্ত সভার সভাপতির আসন অলংকৃত করেন বাংলার খ্যাতনামা আলিমে দ্বীন শাইখ মুহাম্মাদ ইসহাক মাদানী হাফিযাহুল্লাহ।সভায় সম্মানীয় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানারপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক মাননীয় শ্রী অভ্র বিশ্বাস মহাশয়।এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বহুল সংখ্যক বিশিষ্ট জন ও সমাজসেবী গণ।
অনুষ্ঠানে অত্র এলাকার প্রায় ষাটাধিক বাছাইকৃত নিতান্ত অভাবী পরিবারের হাতে ঈদের সামগ্রী হিসাবে একবস্তা চাল সহ ডাল,তেল, চিনি, সোয়াবিন, ছোলা, সাবান ও সার্ফ ইত্যাদির একটি প্যাকেজ তুলে দেওয়া হয়।কিছু বিশেষ অভাবী ব্যাক্তিকে লুঙ্গীও দান করা হয়।
উক্ত “খাদ্য ও বস্ত্র বিতরণ” শীর্ষক সভার মুল আহ্বায়ক ও সঞ্চালক হিসাবে দায়িত্ব পালন করেন শাইখ আব্দুল্লাহ ডালটন সাহেব।এর সার্বিক সহযোগী হিসাবে বিশেষ ভুমিকা পালন করেন চর নবীনগঞ্জ গ্রামের হাসিবুল রহামান মন্ডল, তৈমুর মোল্লা, মারফত মুন্সী, তারিক আজীজ মন্ডল, সফিকুল ইসলাম মন্ডল,মেহেদি ওদুল মন্ডল, মিনারুল ইসলাম,বক্কার আলী,মিলন মন্ডল, সেলিম সহ আরও অনেকে।