|
---|
মইন আলী যদি ক্রিকেট না খেলত, তাহলে সিরিয়ায় গিয়ে ISIS জয়েন করত! তসলিমার টুইট ঘিরে বিতর্ক
নতুন গতি নিউজ ডেস্কঃ বিতর্কিত টুইট করলেন বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন, ইংল্যান্ড ক্রিকেটার মইন আলীকে নিয়ে। তসলিমার ওই টুইটের পর চারিদিকে তাঁকে নিয়ে ট্রল শুরু হলে তসলিমা বলেন, ‘আমি ওটা ব্যঙ্গাত্মক ভঙ্গিতে বলেছিলাম মাত্র।” উল্লেখ্য, সােমবার তসলিমা নাসরিন একটি টুইট করেছিলেন। তিনি লিখেছিলেন, ‘মইন আলী যদি ক্রিকেটার না হত, তাহলে উনি সিরিয়া গিয়ে ISIS জয়েন করে নিতাে।” এই টুইটের পর তসলিমাকে কড়া কটাক্ষ করা হয় সােশ্যাল মিডিয়ায়।
ওনার টুইটের জবাবে একজন লেখেন, ‘ধর্ম পালন করা মুসলিম কি জঙ্গি হয়ে যায়? কাউকেই নিজের ধর্ম পালন করার জন্য তাঁকে জঙ্গি বলা ঠিক না।” আরেকজন লেখেন, ‘উনি দাড়ি রাখেন আর পাকিস্তানি বংশােদ্ভুত বলেই কি ওনাকে এমন ভাবে কটাক্ষ
এরকম হাজার হাজার টুইটের পর তসলিমা সাফাই দিয়ে বলেন, যারা আমাকে নিয়ে ঘৃণা ছড়ায় তারা অন্তত এটুকু জানে যে, মইনকে নিয়ে করা আমার টুইট ব্যাঙ্গাত্মক ছিল মাত্র। আমি মুসলিমদের মধ্যে ধর্মনিরপেক্ষতা ছড়াতে এই ইস্যু তুলেছি। আমি ইসলামিক কট্টরবাদের বিরােধী। মানবতার বৃহত্তম সমস্যা হ’ল নারী-সমর্থিত বামপন্থীরা নারী বিরােধী ইসলামী মৌলবাদীদের সমর্থন করে।”