|
---|
নিজস্ব প্রতিবেদক:- পাহাড়ে শান্তি থাকলে অর্থনৈতিক উন্নতি হবে, জিটিএর শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নিয়ে এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলকে সঙ্গী করে পাহাড়ে ক্ষমতা দখল করেছে অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। জিটিএ নির্বাচনে পাহাড়ে ৪৫ আসনের মধ্যে ২৭টি দখল করে অনীতের দল। পাঁচটি আসনে জেতে তৃণমূল। গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের (জিটিএ) নতুন বোর্ডের শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে সোমবারই দার্জিলিং এসেছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার সকাল ১১টায় ম্যালের চৌরাস্তায় জিটিএর নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হন তিনি। সেখানে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি পাহাড়কে ভালোবাসি। পাহাড়ে শান্তি থাকলে অর্থনৈতিক উন্নতি হবে। পাহাড় শান্তি চায়, উন্নয়ন চায়। এখানে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। এরকম নির্বাচন আগে হয়নি। পাহাড়ে ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরি হবে।’ সেই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘পাহাড়ের ছেলেমেয়েরা খুবই শিক্ষিত ও স্মার্ট।’ তাঁদের কর্মসংস্থানের লক্ষ্যে দার্জিলিং, কার্সিয়ংয়ে টুরিজম, আইটি, মেডিসিন, ফুড প্রসেসিং নিয়ে নানা পরিকল্পনার কথা এদিন মুখ্যমন্ত্রীর মুখে শোনা যায়। এছাড়া তিনি এদিন দাবি করেন, জিটিএকে ১০ বছরে ৭ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে।মুখ্যমন্ত্রী এদিন জানালেন দার্জিলিং এর ঝরনার জল বোতলে করে গোটা বাংলাতে বিক্রি করা হবে।এতে পাহাড়ের উপার্জনের এক নতুন দিগন্ত খুলে যাবে বলে জানান মুখ্যমন্ত্রী।মুখ্যমন্ত্রী এদিন জানালেন দার্জিলিং এর ঝরনার জল বোতলে করে গোটা বাংলাতে বিক্রি করা হবে।এতে পাহাড়ের উপার্জনের এক নতুন দিগন্ত খুলে যাবে বলে জানান মুখ্যমন্ত্রী।