|
---|
বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার: পবিত্র রমজান মাসে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে ইফতার মাহফিল। আর হাতে গোনা কয়েদিন পর হতে চলেছে মুসলিম ধর্মের শ্রেষ্ঠ উৎসব খুশীর ঈদ। রমজান মাসে রোজদাররা ইফতার করেন। আজ মথরাপুর ২নম্বর ব্লকের মাইনরিটি সেলের সভাপতি হাবীবুল্লাহ দপ্তরির উদ্যোগে দাওয়াত-ই- ইফতার মজলিস অনুষ্ঠিত হল বকুল তোলা মাদ্রাসা পার্শ্ববতী প্রাঙ্গণে। রায়দিঘি বকুল তোলায় ইফতার পার্টিতে সম্প্রীতির বার্তা দিলেন মাইনরিটি সেলের সভাপতি হাবীবুল্লাহ দপ্তরী। তিনি আরও জানান শান্তি সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের বন্ধনকে সুদৃঢ় করার চেষ্টায় এমন উদ্যোগ। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,মথারাপুর ২নম্বর ব্লকের মাইনরিটি সেলের সভাপতি হাবীবুল্লাহ দপ্তরী, ইমাম মোয়াজ্জেম সংগঠনের ব্লক সভাপতি হাকিম মোল্লা, বিশিষ্ঠ সমাজসেবী উত্তম ঘোষ,চন্দন কুমার মাইতি,সহ অঞ্চলের সকল নেতৃত্ব রা। ইফতার মিলনায়তনে শুধু মুসলিম রোজদার নয় বিভিন্ন ধর্মের মানুষ অংশ নেন।ইফতারের পূর্বে সিয়াম সাধনার গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হাকিম সাহেব । তিনি বিশ্ব শান্তি মঙ্গল কামনায় পরম করুণাময় পরমেশ্বরের কাছে প্রার্থনা করেন। ১ই মে ঠিক সন্ধ্যা ৬টায় বকুল তোলা মাদ্রাসা সংলগ্ন এলাকায় ইফতার মিলনায়তন অনুষ্ঠানটি বৈচিত্র্যের মধ্যে ঐক্যে পরিপূর্ণ হয়ে উঠেছিল। এইদিন প্রায় শতাধিক রোজদার এই ইফতার করেন। বকুল তোলা গ্রাম বাসিবৃন্দের ব্যাবস্থা পনায় সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির। ইফতারের পর দুয়ার মজলিস হয়।