|
---|
বাদশা সেখ, হুগলী: জাঙ্গীপাড়া পঞ্চায়েতর অন্তর্গত দিলাকাশ পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের আয়োজনে উক্ত পঞ্চায়েতের আটটি মসজিদের ইমামদের ইফতার সামগ্রী ও ২৪০ সন্নাস দের হাতে ফল তুলে দেওয়া হয়।
উপস্থিত ছিলেন জাঙ্গীপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি তমাল শোভন চন্দ্র, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আব্দুর রহিম দুল, রসিদপুর পঞ্চায়েতর উপপ্রধান স্বপন পাত্র সহ আরও অনেকে।