|
---|
নিজস্ব সংবাদদাতা :আবারো বেলাকোবা বনদপ্তরের অভিযানে উদ্ধার লক্ষাধিক টাকার অবৈধ বার্মাটিক কাঠ। ফিল্মি কায়দায় সিমেন্টের বস্তার নীচে পাচার করা হচ্ছিল প্রায় চল্লিশ লক্ষ টাকার বার্মাটিক কাঠ।আজ ভোররাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালালো বেলাকোবা বন বিভাগ। শিলিগুড়ি জলপাইগুড়ি ৩১ নং জাতীয় সড়কের রাজগঞ্জের করতোয়া এলাকায় একটি রাজস্থান নম্বরের ১৪ চাকার লরি আটক করে বনদপ্তরের কর্মীরা। এই গাড়ির উপরিভাগে ভর্তি সিমেন্টের বস্তা দিয়ে ঢাকা থাকলেও তার নিচে ছিল প্রচুর বার্মা টিক কাঠ। এই ঘটনায় চালক ও সহকারী চালকসহ তিন জনকে গ্রেফতার করা হয়। গৌহাটি থেকে বিহারে পাচার করা হচ্ছিল এই কাঠ বলেই বনদফতর সূত্রে জানাগেছে। ধৃতদের নাম কোমল সিং,কৃপাল সিং ও সঞ্জয় কুমার।ধৃতদের মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন বেলাকোপা রেঞ্জের অফিসার সঞ্জয় দত্ত।তিনি জানান আইন চলবে আইনের পথেই।যদি কেউ অপরাধ করে থাকেন তবে কেউ পার পাবেন না। দোষীরা অবশ্যই শাস্তি পাবে বলে জানান তিনি। তবে দিনের পর দিন যেভাবে কাঠ পাচার বেড়ে গেছে তাতে প্রশাসন চিন্তায় পড়ে গেছে বলে জানিয়েছেন তিনি।