|
---|
নাজমুস শাহাদাত,মালদা,২৪ জুলাই: ফের বেআইনি ব্রাউন সুগার সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করলো মোথাবাড়ি থানার পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে আড়াইশো গ্রাম ব্রাউন সুগার। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৫ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ । বৃহস্পতিবার গভীর রাতে বিরামপুর এলাকা থেকে ওই মাদক কারবারিকে ব্রাউন সুগারসহ হাতেনাতে গ্রেপ্তার করে মোথাবাড়ি থানার পুলিশ। ধৃত মাদক কারবারিকে মালদা আদালতের মাধ্যমে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে সংশ্লিষ্ট থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত মাদককারবারির নাম শ্রাবন সাহা (২৮)। তার বাড়ি কালিয়াচক থানার আলিনগর এলাকায় । মঙ্গলবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে মোথাবাড়ি থানার পুলিশ বিরামপুর এলাকায় অভিযান চালায়। সেখানে ওই মাদক কারবারিকে ব্রাউন সুগার সহ হাতেনাতে ধরে ফেলে। এই ব্রাউনসুগার গুলি শিলিগুড়িতে পাচার করার পরিকল্পনা ছিল বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে মোথাবাড়ি থানার পুলিশ।