|
---|
নিজস্ব সংবাদদাতা: অবৈধ নির্বাণের বিরুদ্ধে সরব হল রেল। এনজেপি ভিআইপি রোড ঘেষে রয়েছে নানান স্থায়ী ,অস্থায়ী অবৈধ নির্মাণ । মাঝেমধ্যে রেল দপ্তরের পক্ষ থেকে ওই অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযান চালালেও সম্পূর্ণভাবে অবৈধ নির্মাণ মুক্ত করতে ব্যর্থ রেল দপ্তর ।
মঙ্গলবার এনজেপি স্টেশন সংলগ্ন নেতাজি মোড় এলাকায় একটি কংক্রিটের অবৈধ নির্মাণ ভেঙে দিল রেল দপ্তর । জানা গেছে এক ব্যবসায়ী টিন ও প্লাস্টিকের আড়ালে কংক্রিটের নির্মাণ তৈরি করছিল । রেল দপ্তর বিষয়টি জানতে পেরে মঙ্গলবার হাজির হয় সেখানে । ভেঙে দেয় সেই অবৈধ নির্মাণ ।এদিন নির্মান ভাঙার সময় কেউ বাধা না দিলেও যার দোকান ছিল এবং ওই ব্যাবসায়ীর পরিবারের মানুষ এসে জমায়েত হন ওই এলাকায়। রাস্তার উপরে ওই নির্মান থাকায় ওই নির্মান ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয় পুলিশের পক্ষ থেকে বলে জানা গেছে।