একশো দিনের কাজের মধ্যে দিয়ে ইংরেজবাজার শহরের পুকুর খনন করে বিতর্কে জড়াল ব্লক প্রশাসন

মালদা,নতুন গতি: একশো দিনের কাজের মধ্যে দিয়ে ইংরেজবাজার শহরের পুকুর খনন করে বিতর্কে জড়াল ব্লক প্রশাসন। বিষয়টি জানতে পেরে কাজ করার নিয়ম জানতে চেয়ে বিডিওকে চিঠি দিয়েছেন মালদা জেলা পরিষদের মেন্টর কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরি। গত প্রায় এক বছর আগে ইংরেজবাজার শহরের প্রাচীন ভিক্টরিয়া পূকুর সংস্কারে উদ্যোগী হয় ব্লক প্রশাসন। পুকুর খনন করতে সেই সময়ের বিডিও দেবর্ষি মুখার্জি একশো দিনের শ্রমিকদের কাজে লাগান। কাজিগ্রাম পঞ্চায়েতের শ্রমিকদের নিযুক্ত করেন। কিন্তু ওই প্রকল্পে শ্রমিকদের শহরাঞ্চলে কাজ করার নিয়ম নেয়। বিডিওর বিরুদ্ধে নিয়ম বর্হিভূত ভাবে কাজ করার অভিযোগ তুলেছেন মেন্টর কৃষ্ণেন্দুবাবু। এমনকি এখনো পুকুরের চারিপাশের আগাছা পরিষ্কারের জন্য একশো দিনের কাজের শ্রমিকদের দিয়ে কাজ করানো হচ্ছে। এই বিষয়ে মেন্টর কৃষ্ণেন্দু বাবু বলেন, বিষয়টি জানতে পেরে আমি গত এক মাস আগে বিডিওকে চিঠি দিয়। বিষয়টি নিয়ে জানার জন্য। তবে এখনো কোন কিছুন আমাকে জানানো হয়নি।
ইংরেজবাজার ব্লক প্রশাসনিক ভবনের পাশে রয়েছে প্রাচীন ভিক্টরিয়া পুকুর। সেই পুকুরৈর সোন্দার্যায়ন করে শহরের বাসিন্দাদের মনরঞ্জনের জায়গা তৈরী করা হচ্ছে। প্রথম থেকেই জবকার্ড হোল্ডার গ্রামীণ এলাকার শ্রমিকদের দিয়ে কাজ করানো হচ্ছে। বর্তমানে খনন কাজ শেষ হলেও পুকুরের আগাছা পরিষ্কার করা হচ্ছে একশো দিনের প্রকল্পে মধ্যে দিয়ে। যদিও ব্লক প্রশাসনের আধিকারীক বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন আমার আগের বিডিও এই কাজটি শুরু করেছিলেন। আগে এখানে একশো দিনের কাজ হয়েছে। এখন আর হচ্ছেনা। কিন্তু 100 দিনের কাজ শহরাঞ্চলে কিভাবে সম্ভব ? এই প্রশ্ন করায় ভিডিও কোনো মন্তব্য করেননি।

    তবে সেখান কাজ করাচ্ছিলেন এক সুপার ভাইজার তিনি বলেন এক বছর আগে কাজ শুরু হয়েছে। এখনো হচ্ছে। পুকুর খনন ও আগাছা পরিষ্কার হচ্ছে একশো দিনের মধ্যে দিয়ে।