চায়ের দোকানগুলিতে মদের অবৈধ কারবার

নিজস্ব সংবাদদাতা : বাংলা বিহার সীমান্ত খড়িবাড়ি এলাকার গলগোলিয়াতে চলছে মদের অবৈধ করবার। এর পাশেই রয়েছে নেপাল ও বিহারের সীমানা। নেপাল থেকে মদ নিয়ে এসে চায়ের দোকানগুলোতে রমনা চলছে কারবার। প্রতিবেশী রাজ্য বিহারে মদ নিষিদ্ধ, এদিকে এই অঞ্চলের মদের প্রচুর চাহিদা রয়েছে। তাই প্রত্যেকটি চায়ের দোকানে চলছে মদের অবৈধ কারবার।

     

     

    এ প্রসঙ্গে জানা গিয়েছে নেপাল থেকে যারে ভর্তি করে মদ নিয়ে এসে বিভিন্ন চা দোকানগুলি মদের কারবার নিয়ে চালাচ্ছে। সন্ধ্যের পর থেকেই প্রত্যেকটি চায়ের দোকানে যথেষ্ট ভিড় লক্ষ্য করা যায়, আসল কথা সন্ধ্যের পর থেকেই চায়ের দোকানগুলোতে দেদার বিক্রি হয় মদ।