|
---|
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- বীরভূম জেলার দুবরাজপুর সার্কেল ইন্সপেক্টর মাধব চন্দ্র মণ্ডলের নেতৃত্বে দুবরাজপুর থানার পুলিশ অভিযান চালিয়ে স্থানীয় থানার দুবরাজপুর-পানাগড় ১৪ নম্বর রাজ্য সড়কে শাল নদীর কাছে অবৈধ বালি বোঝাই ২ টি লরি ও ২ টি ট্রাক্টর আটক করা হয় শুক্রবার রাতে। সাথে ট্রাক দুটির চালককে ও গ্রেপ্তার করেছে দুবরাজপুর থানার পুলিশ অন্যদিকে ট্রাক্টর এর চালকরা পুলিশ দেখেই গা ঢাকা দেয়। ধৃতদের নাম সেখ আসরফুল ওরফে গুলু এবং রাজিবুল ইসলাম ওরফে রাহুল,দুজনের ই বাড়ি মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান এবং ফারাক্কা থানার মোমরেজপুর গ্রামে।শনিবার ধৃত ব্যাক্তিদের দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক ১৫ ই সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন। উল্লেখ্য ইতিপূর্বে ও দুবরাজপুর থানার পুলিশ বেশ কয়েকটি অবৈধ বালি বোঝাই লরি ও ট্র্যাক্টর আটক করেছে।