|
---|
খান আরশাদ, বীরভূম – বীরভূমের রাজনগরের ট্যাক্সি স্ট্যান্ডে একটি রেশন দোকানের কাছে রতন চৌধুরী নামের এক ব্যক্তির গুদাম রয়েছে সেখানে তিনি রেশনের গম ও আটা অবৈধভাবে মজুত রাখছেন বলে স্থানীয়দের অভিযোগ। স্থানীয়রা এ ব্যাপারে শুক্রবার ওই ব্যক্তির গুদাম ঘরের কাছে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। স্থানীয়রা জানান তাদের ধারণা এলাকার কোন রেশন ডিলারের কাছ থেকে তিনি এইসব মাল বস্তাবন্দি মজুদ করছেন। স্থানীয়রা এই বিষয়ে রাজনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনাস্থলে উপস্থিত হয় রাজনগর থানার পুলিশ। যদিও এ বিষয়ে সংবাদমাধ্যমের কাছে কোনো মন্তব্য করতে চাননি রেশনের মাল মজুতকারী অভিযুক্ত রতন চৌধুরী। রাজনগরের বিডিও শুভদীপ পালিত এবিষয়ে ফোনে জানান অভিযুক্ত ওই ব্যক্তির মজুদ করা সমস্ত রেশনের মাল সিজ করা হয়েছে।