মালদায় লকডাউনের সময় অবৈধভাবে টেন্ডার দেওয়ার অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে।

নতুন গতি নিউজডেস্ক : মালদায় লকডাউনের সময় অবৈধভাবে টেন্ডার দেওয়ার অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। এই নিয়ে পঞ্চায়েত সদস্যরা অভিযোগ এনে সংশ্লিষ্ট কালিয়াচক-‌ব্লকের বিডিও-‌র কাছে লিখত অভিযোগ করেন। তাতে যাতে ওই প্রধান কোনও রকম কাজকর্ম না করতে পারে, এমনকী কোনও টাকাপয়সা না দিতে পারে, সেদিকে নজর দেওয়ার ব্যাপারে অনুরোধ করে আসেন পঞ্চায়েত সদস্যারা। এই নিয়ে প্রধানের বিরুদ্ধে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

    ঘটনাটি সংশ্লিষ্ট কালিয়াচক-‌২ ব্লকের মোথবাড়ি গ্রাম পঞ্চায়েতের। প্রধান নিলুফা খাতুনের নামে অভিযোগ। ১২ সদস্য পঞ্চায়েতের মধ্যে বুধবার ১১ জনই অভিযোগ আনেন। তাতে বলা হয়েছে গত ২৪ এপ্রিল অভিযুক্ত প্রধান আড়াই কোটি টাকার টেন্ডার ডাকেন। যা লকডাউনের মধ্যে বেআইনি বলে জানান অন্যান্য সদস্যরা। এক পঞ্চায়েত সদস্য আবেদ আলি অভিযোগ তুলে বলেন,‘‌সবাইকে অন্ধকারে রেখে প্রধান এই লকডাউনের সময় টেন্ডার নিয়ে আসেন। আমরা বিডিও-‌র কাছে লিখিত জানিয়েছি। যাতে ওই টেন্ডারের কোনও কাজ শুরু না করা হয়।’‌ উল্লেখ্য, একাধিক অভিযোগ রয়েছে ওই প্রধানের বিরুদ্ধে। এর আগে ১০০ দিনের কাজে প্রায় ১৫কোটি টাকার দুনীর্তির অভিযোগ নিয়ে আসেন পঞ্চায়েত সদস্যরা। যদিও এদিনের ঘটনায় কোনও প্রতিক্রীয়া পাওয়া যায় নি অভিযুক্ত প্রধানের।