|
---|
খান আরশাদ, বীরভূম:
অবৈধ ভাবে গরু বোঝাই গাড়ি, বালি বোঝাই ডাম্পার ও কয়লা বোঝাই সাইকেল আটক করল পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ডিএসপি স্বপন কুমার চক্রবর্তীর নেতৃত্বে বীরভূমের বেশ কয়েকটি জায়গায় অভিযান চালানো হয়।
এই অভিযান চালানোর সময় বুধবার রাত্রে সিউড়ি থানার অন্তর্গত লম্বদরপুর-পাইপ লাইনে খটঙ্গায় অবৈধ বালিঘাট থেকে বালি সংগ্রহকারী একটি কলকাতাগামী বালি বোঝাই ডাম্পার আটক করা হয়েছে, অভিযোগ ওই ডাম্পারের চালক ও খালাসি সাঁইথিয়া বালিঘাট থেকে জারি করা একটি জাল ই-চালান তৈরি করে বালি পাচার করছিল।
অপরদিকে দুবরাজপুর থানার গোহালিয়ার কাছে পিডব্লিউডি রোডে
৭ কুইন্টাল অবৈধ কয়লা সহ
৩টি সাইকেল আটক করা হয় এবং এগুলো সবই বক্রেশ্বর ও.পি.-এর কাছে হস্তান্তর করা হয়।
এরপরই
দুবরাজপুর থানার অন্তর্গত বক্রেশ্বর ফাঁড়ির কাছে পিডব্লিউডি রোডে ৪০টি মাঝারি আকারের চোরাচালান করা গরু বোঝাই একটি গাড়ি আটক করা হয়। গাড়ির চালক পুলিশকে প্রয়োজনীয় তথ্য দিতে ব্যর্থ হয়। ওই গাড়িটিতে গরুগুলিকে দুটি সমান বাঙ্কার দিয়ে গাড়ির ভেতরে নির্মমভাবে দড়ি দিয়ে শক্ত করে আটক করে নিয়ে যাওয়া হচ্ছিল। গরু বোঝাই ওই গাড়ির চালককে নির্দিষ্ট মামলা শুরু করার নির্দেশ দিয়ে দুবরাজপুর থানার কাছে হস্তান্তর করা হয়।