উৎসবের আলোয় আলোকিত এই সময়ে দাঁড়িয়ে আজ 15 অক্টোবর শনিবার বর্ধমানের এন. জি.ও ‘শ্রী- সবুজের অভিযান

নিজস্ব সংবাদদাতা : উৎসবের আলোয় আলোকিত এই সময়ে দাঁড়িয়ে আজ 15 অক্টোবর শনিবার বর্ধমানের এন. জি.ও ‘শ্রী- সবুজের অভিযান’ শহরের বাইরে দুটি স্থানে প্রায় 120 জন দুস্থ মানুষের হাতে মুদিখানার খাদ্য সামগ্রী ও শাড়ি, গেঞ্জি লুঙ্গি তুলে দিলেন।

    তাদের প্রথম কর্মসূচী ছিল বর্ধমান সদরঘাটের কাছে ডাকবাংলো পাড়ায় এবং দ্বিতীয় কর্মসূচী ছিল বামুনিয়া গ্রামে। সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধাদের হাতে এই জিনিসগুলি তুলে দেয়া হয়।

    সংস্থার তরফ থেকে উপস্থিত ছিলেন সভাপতি নিখিল কুমার খাঁ, সহ সভাপতি অসিত কুমার পাঠক, সম্পাদক ডক্টর তুষারকান্তি মুখোপাধ্যায়, আহবাহক অনির্বান রায়, কোষাধ্যক্ষ অরুণাচল গাঙ্গুলী ও অনির্বান সাহা ও অন্যান্য সদস্যবৃন্দ |

    উপস্থিত ছিলেন জাকতা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই সংস্থার সদস্য রাজকুমার বারিক, বামুনিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবীর মহন্ত প্রমূখ |

    সংস্থার তরফ থেকে আহবায়ক অনির্বান রায় জানান মানুষের পাশে দাঁড়াতে পারাটা তাদের কাছে খুবই আনন্দের বিষয়। সংস্থার সভাপতি ও সম্পাদক জানান তারা এই ধরণের অনুষ্ঠানের মধ্যে দিয়ে আরও বেশি করে সাধারণ মানুষের পাশে থাকতে চান।

    নতুন বস্ত্র এবং খাদ্য সামগ্রী উপহার হিসেবে পেয়ে খুশি এলাকার মানুষ।