|
---|
পশ্চিমবঙ্গ ইমাম মোয়াজ্জিন সমিতির ডাকে হাওড়া জেলার জগৎবল্লভপুর শাখার মীরপাড়ায় এক ইমাম মোয়াজ্জিন সম্মেলন
ইসমাইল মোল্লা,হাওড়া : পশ্চিমবঙ্গ ইমাম মোয়াজ্জিন সমিতির ডাকে হাওড়া জেলার জগৎবল্লভপুর শাখার মীরপাড়ায় এক ইমাম মোয়াজ্জিন সন্মেলন। মহতী সম্মেলন উপস্থিত ছিলেন জগৎবল্লভপুর শাখার বিভিন্ন ইমাম মোয়াজ্জিনগন সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
বিশিষ্টদের মধ্যথেকে বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ ইমাম মোয়াজ্জিন সমিতির সম্পাদক ও PYF এর রাজ্য সহ সভাপতি বিশিষ্ট সমাজসেবী জনাব এস কে নুর সাহেব।
তিনি সমাবেত ইমাম মোয়াজ্জিন সহ সকলের সামনে কেন্দ্রীয় সরকারের কালা কানুন নীতির তীব্র সমালোচনা করেন, পাশাপাশি কেন্দ্রীয় কৃষি বিলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। এবং কৃষকদের প্রতি কেন্দ্রীয় সরকারকে সদয় হওয়ার পরামর্শ দেন, এবং কৃষকদের স্বার্থে সকল দেশবাসীকে তাঁদের পাশে থাকার আহব্বান জানান। পাশাপাশি তিনি আগামী ২০২১ শের বিধানসভা নির্বাচনে সাম্প্রদায়িক শক্তি যাতে কোনো রকম সুযোগ সুবিধা না নিয়ে ক্ষমতায় আসে সেজন্য বিভাজনের রাজনিতি থেকে আপামর জন-সাধারনকে বিরত থাকার কথা বলেন।
জগৎবল্লভপুর ২নং গ্রাম পঞ্চায়েত সদস্য হাশেম মিদ্যা রাজ্য মুখ্যমন্ত্রীর বিভিন্ন উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। জনাব আসগর মল্লিক সাহেব বর্তমান পরিস্থিতিতে আপমর জনসাধারনকে ঐক্যজোটের আহবান করেছেন।
ইমামদের মধ্যথেকে বক্তব্য রাখতে গিয়ে জনাব মাওলানা ফারুক সাহেব কেন্দীয় সরকারের NRC,CAA এর মতো কালা কানুনের বিরুদ্ধ জ্বালাময়ী ভাষণ দেন, এবং জনগনকে এই কালা কানুন থেকে বাচাঁর পরামর্শ দেন।
এছাড়াও উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন, মাওলানা আফতাবউদ্দিন, মাওলানা বাকি বিল্লাহ প্রমুখ ।