|
---|
আর এ মণ্ডল,ইন্দাস : বাঁকুড়া জেলার ইমাম ও মুয়াজ্জিনদের আদি সংগঠন,-“বাঁকুড়া জেলা ইমাম পরিষদ।” সেই সংগঠনের উদ্যোগ ও আহ্বানে ইন্দাস ব্লকের বিভিন্ন মসজিদের ইমামগণ ১ সেপ্টেম্বর ইন্দাসের মির্জাপুর মসজিদে উপস্থিত হন। এই নির্বাচনী সভায় একজন উপদেষ্টা এবং ৯ জন কার্যকরী কমিটির সদস্য নির্বাচিত হন।
ইন্দাস ব্লক ইমাম পরিষদের নব নির্বাচিত উপদেষ্টা মাওঃ মুহাম্মদ ইউনাস (সেনা বাহিনীর প্রাক্তন ক্যাপ্টেন ও ইমাম), সভাপতি হাফিজ সোহরাব,সম্পাদক মওলানা মঈনউদ্দিন, কোষাধ্যক্ষ মাওঃ আহমদ আলী,সহ সভাপতি মাও আজিজুল ইসলাম ও হাফিজ নুরুল ইসলাম,সহ সম্পাদক মাও জহিরউদ্দিন ও মাও আজিজুল ইসলাম।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক মওলানা শরিফুল ইসলাম, জেলা কোষাধ্যক্ষ হাজী নিজামুদ্দিন। সভার ব্যবস্থাপনায় ছিলেন মির্জাপুর শাখা।
জেলা সম্পাদকের বক্তব্যে শোনা গেল যে,- ইমামদের উপরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য আল্লাহ ও তাঁর রসুলের আদেশ নির্দেশ বর্তমান। শুধুমাত্র নামাজ পড়ানোর জন্য নয়। সমাজের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন দ্বীন ইসলাম এর পবিত্র আদর্শ। তিনি আরও জানান যে, সম্প্রতি বাঁকুড়া জেলার মধ্যে কতিপয় ইমাম একটা নতুন সংগঠন তৈরির জন্য কাজ শুরু করে দিয়েছেন। কিন্তু আল্লাহ-র পথের পথিক ইমামগণ কখনওই বিভেদকামী শক্তির শিকারে পরিণত হবে না। একসাথে সম্মিলিত ভাবে কাজ করাই হবে সকলের জন্য উত্তম এবং মঙ্গল জনক।
সবার প্রতি নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে,- দোওয়ার মাধ্যমে সভার কাজ সম্পন্ন হয়।