ইমাম মুয়াজ্জিন ও উলামা সংগঠনের ব্লক কমিটি কমিটি গঠন পাত্রসায়েরে।

আর এ মণ্ডল : বাঁকুড়া জেলার পাত্রসায়ের পশ্চিম পাড়া মসজিদে ১৮ ই সেপ্টেম্বর, সকাল ৮ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত বাঁকুড়া জেলা ইমাম মুয়াজ্জিন ও উলামা সংগঠনের পাত্রসায়ের ব্লকের এক বিশেষ সভা অনুষ্ঠিত হলো। উক্ত সভায় পাত্রসায়ের ব্লকের নতুন কমিটি নির্বাচন করা হয়।
পাত্রসায়ের ব্লক কমিটির নব নির্বাচিত সভাপতি,সম্পাদক ও কোষাধ্যক্ষ হয়েছেন যথাক্রমে ক্বারী জিয়াউদ্দিন, ক্বারী মুহিব্বুল্লাহ ও হাফেজ আব্দুল হালিম।
সহ সভাপতি হাফিজ সদরে আলম এবং সহ সম্পাদক হয়েছেন মুফতি সাদ্দাম হোসেন।
সভায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন সোনামুখী ব্লক ইমাম মুয়াজ্জিন সংগঠনের সম্পাদক হাফেজ আশরাফ আলী,ইন্দাস ব্লক ইমাম মুয়াজ্জিন সংগঠনের সভাপতি কাজী সাহাবুদ্দিন, বাঁকুড়া -১,২ ও ছাতনা ব্লক ইমাম মুয়াজ্জিন সংগঠনের সম্পাদক মাওলানা আসাদুল্লাহ,ওন্দা ব্লকের সম্পাদক মাওলানা মঈনুদ্দিন এবং দুবরাজপুর মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি আহসানুল্লাহ ও মাওলানা শাকির । এছাড়াও ইমদাদুল হক, হাফেজ আঃ মাবুদ, মাস্টার জামিলুর রহমান, মাওলানা আলী হোসেন প্রমুখ। আয়োজকদের মধ্যে হাফিজ রবিউল ইসলাম তথা কমিটির পক্ষ থেকে জানানো হয় যে,ধর্মীয় কাজ কর্ম সহ সমাজের বৃহত্তর স্বার্থে কাজ করবে এই সংগঠন।
উল্লেখ্য যে, আগামী ৩ নভেম্বর ২০২৪ তারিখ পাত্রসায়ের ময়রাপুকুর মাদরাসায় রাজ্যের বিশিষ্ট উলামায়ে কেরাম ও ইমাম প্রতিনিধিদের উপস্থিতিতে সংগঠনের জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে এবং উক্ত সম্মেলন থেকেই সংগঠনের আগামী দিনের কর্মসূচি ঘোষণা করা হবে।দোওয়ার মাধ্যমে সভা সমাপ্ত হয়।