|
---|
সুবিদ আলি মোল্লা, নতুন গতি : আরজিকর হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজ্য জুড়ে আন্দোলন মুখর সকল রাজপথ।
সকল শ্রেণীর মানুষ প্রতিবাদে পথে নেমেছে। এ ক্ষেত্রে পিছিয়ে নেই অভিনয়ে জগতের শিল্পীরাও। শিল্পীদের সঙ্গে একযোগে মসলন্দপুর ঈমান মাইম সংস্থার পক্ষ থেকে আরজিকর কান্ডের প্রতিবাদে তাদের নতুন প্রযোজনা ‘জাগো বহ্নিশিখা।’ ইতোমধ্যে গত ৩১আগষ্ট ২০২৪ তপন থিয়েটারে মঞ্চস্থ হল মছলন্দপুর ইমন মাইম সেন্টার-এর নতুন মূকাভিনয় প্রযোজনা “জাগো বহ্নিশিখা”। নাটকটির দ্বিতীয় প্রযোজনা ছিল গতকাল ৪ঠা সেপ্টেম্বর মসলন্দপুর রাজবল্লভপুর হাইস্কুলের সামনে মোমবাতির আলোয় ।দেশের স্বাধীনতার এতগুলো বছর পরও দেশের বিভিন্ন প্রান্তে মানুষে মানুষে বিভেদ ও অমানবিক ঘটনা ঘটে চলেছে। চলছে বিভিন্ন নারকীয় ঘটনা । চলছে নারী নির্যাতন। ইমন মাইম সেন্টার মনে করেছে নারীশক্তির বিকাশ ও প্রকাশ সুস্থ সমাজ ও সমৃদ্ধ ভারত গঠনে বিশেষ ভূমিকা নেবে। সেই চিন্তাকে মাথায় রেখেই পরিচালক ধীরাজ হাওলাদার এই মূকাভিনয়টির প্রেক্ষাপট সাজিয়েছেন। প্রযোজনায় ধনপতি মন্ডলের আলো আলাদা মাত্রা যোগ করেছে। উপযুক্ত আবহ দান করেছেন জয়ন্ত সাহা। যাদের অভিনয় জনমানসে আলোড়ন সৃষ্টি করেছে তারা হলেন সৃজা হাওলাদার, অনুপ মল্লিক, ইন্দ্রজিৎ দত্ত বণিক রা।