|
---|
উজির আলী, নতুন গতি, মালদা: এবার করোনার গোষ্ঠী সংক্রমন রুখতে পশ্চিমবঙ্গে ঘোষণা হইছে সাপ্তাহিক লক ডাউনের। সারা রাজ্যের মতো মালদা জেলার চাঁচল থানা এলাকাতেও পূর্ণ সমর্থন করেছেন জনগণ।
সরকারি নির্দেশ অনুসারে, চলতি সপ্তাহের বৃহস্পতিবার ও শনিবার এবং সামনের সপ্তাহে এবং আগামী ২৯ জুলাই বুধবার গোটা রাজ্য সম্পূর্ণ ভাবে লকডাউন থাকবে। তবে বৃহস্পতিবার লকডাউনে সারা ফেলেছে চাঁচল জুড়ে।
এদিন সবজি বাজার, মাছের বাজার থেকে শুরু করে সব ধরনের বাজার এবং দোকান সম্পূর্ণ বন্ধ ছিল। এবং সব ধরনের গণ-পরিবহণ এবং অন্যান্য যান চলাচল স্থগিত ছিল এদিন। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে শুরু করে শপিংমল ও খোলা দেখা যায়নি চাঁচলে এদিন। চাঁচল শহরের সাথে গ্রাম্য পরিবেশের ছবি একই দেখা গেছে এদিন। করোনার গোষ্ঠী সংক্রমন রুখতে স্বাস্থ্য কর্মী সাথে চাঁচল পুলিশ প্রশাসনের তৎপরতাও ছিল এদিন কড়া। বৃহস্পতিবার সকাল থেকেই চাঁচল শহরের আনাচে কানাচে অভিযানে নামেন পুলিশ।
লকডাউন অমান্য করলেই তার প্রতি কঠোরতা ছবি দেখা গেছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে সাপ্তাহিক লকডাউনে অপ্রয়োজনে কেউ বাইরে বের হলে তার প্রতি ব্যবস্থা নেওয়া হবে।
তবে প্রয়োজনে কাজে বেরিয়েছেন অনেকেই এদিন। তবে মাস্ক ছাড়া মানুষ দেখার ছবি এদিন ছিল বিরল। সচেতন হচ্ছেন সাধারণ বলে অনুমান করছেন প্রশাসন। এদিন জরুরী পরিষেবা ছাড়া সবকিছু বন্ধ ছিল চাঁচলে। যা শুনশান শহর রুপ ধারন করে। তবে মাস্ক পরা, দূরত্ববিধি মানা, স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ এবং নির্দেশাবলী মেনে চলা প্রত্যেকের জন্য এবং সব সময়ের জন্য কঠোর ভাবে প্রযোজ্য করেছেন রাজ্য প্রশাসন।