ইমরান খানকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে আনলো এক যুবক, যাকে বলে হিরোগিরি

নিজস্ব সংবাদদাতা:  মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছেন পাকিস্থানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। তাকে সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েছেন এক যুবক। এরপর ওই যুবক জানায় যতদিন তিনি বাঁচবেন খান সাহেবের গায়ে আঁচ আসতে দেবে না।

     

    ওয়াজিয়াদাবাদে একটি শোভাযাত্রায় বের হয়েছিলেন ইমরান খান। হুট খোলা গাড়িতে শোভাযাত্রায় বের হয়েছিলেন তিনি। সে সময় ভিড়ের থেকে এক আততায়ী ইমরান খানকে লক্ষ্য করে গুলি চালায়, এই দৃশ্য দেখে ফেলেন ওই আততায়ীর পিছনে দাঁড়িয়ে থাকা যুবক। সাথে সাথে সেই যুবকের হাতে ধাক্কা মারে, লক্ষ্যভ্রষ্ট হয় গুলি। বরাত জোরে বেঁচে যায় ইমরান খান। এরপর ওই আততায়ী ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে, তবে ওই যুবক পিছু ধাওয়া করে তাকে ধরে ফেলে এরপর পুলিশের হাতে তুলে দেয় ওই আততারীকে।রীতিমতো যুবকের হিরোগিরি দেখে তাকে কাঁধে তুলে নেয় আমজনতা।