|
---|
নতুন গতি ডিজিটাল ডেস্ক : এসে গেল প্রেমদিবস ভ্যালেন্টাইন্স ডে। এই সময়ে সিনেমার পর্দায় ভালােবাসার ছবি ছাড়া আদর্শ বিনােদন আর কী-ই বা হতে পারে। প্রেমের ছবির জাদুকর ইমতিয়াজ আলির নতুন ছবি ‘লাভ আজ কাল’ মুক্তি পাচ্ছে এ দিন। ভালােবাসার সম্পর্কের টানাপােড়েন নিয়ে এর আগেও দর্শকদের মন জয় করেছেন ইমতিয়াজ। এ বার প্রেমের নতুন ডালি নিয়ে তিনি
হাজির, যে ডালিতে রয়েছে সারা আলি খান আর কার্তিক আরিয়ানের অনস্ক্রিন সম্পর্কের কেমিস্ট্রি। লাভ আজ কাল-এ ইমতিয়াজ প্রেমের জাদু তৈরি করেছেন সমান্তরাল দুটি প্রেমপর্ব দিয়ে। একটির সময়কাল গত দশকের প্রথম ভাগ, স্থান
উদয়পুর। দ্বিতীয়টি এই সময়ের দিল্লি। দুটি ভিন্ন সময়কাল থেকে তৈরি হয় একটি নিটোল প্রেমের গল্প। ইমতিয়াজের পরিচালনার নৈপুণ্যেয় দু’টি ভিন্ন সময়কাল এবং দুটি স্থান যেন মিশে যায় একে অন্যের সঙ্গে। সারা আলি খান এবং কার্তিক আরিয়ান নিয়ে হালে কম আলােচনা হয়নি। দর্শকরাও মুখিয়ে
রয়েছেন দুজনকে একসঙ্গে পর্দায় দেখার জন্য। ভ্যালেন্টাইন্স ডেতে দর্শকরা শেষ পর্যন্ত এই বহু আলােচিত জুটির প্রেম দেখার সুযােগ পাচ্ছেন পদায়। এই ছবিতে আরও রয়েছেন রণদীপ হুডা, নবাগতা আরুষি শমা।
ভালাে গান ছাড়া প্রেমের ছবি জমে না। এ ক্ষেত্রেও লাভ আজ কাল-এ দর্শকদের জন্য রয়েছে বাড়তি পাওনা। বেশ কিছু দিন পর আবার ইমতিয়াজের সঙ্গে কাজ করছেন প্রীতম।