অপেক্ষার অবসান ১০ ই জুলাই থেকে শুরু হবে ডায়মন্ড হারবার নদীতে ইলিশ চাষ

নবাব মল্লিক, ডায়মন্ড হারবার: মিষ্টি জলেই বড়ো হয়ে উঠছে নোনতা জলের ইলিশ। গল্পের গরু গাছে ওঠার কোনো ব্যাপার নেই এখানে, নিখাদ বাস্তব ঘটনা। হুগলি জেলার মগরাতে রুই, কাতলার সঙ্গেই বেড়ে উঠছে দশ লক্ষ ইলিশ মাছের চারা।

    বছর তিনেক আগে ২০১৬ সালে মগরার বাসিন্দা চণ্ডীচরণ চট্টোপাধ্যায় মিষ্টি জলে ইলিশ চাষের ইচ্ছে নিয়ে হাজির হয়েছিলেন সল্টলেকের মীন ভবনে। মৎসমন্ত্রী চন্দ্রনাথ সিনহার থেকে সরকারি সাহায্যের প্রতিশ্রুতি পেয়ে নিজের ৫৯ একর হ্যাচারিতে লেগে পড়েন কাজে। সেখানেই ডিম ফুটিয়ে ইলিশ মাছের চারা বড়ো করা হয়েছে। ১৮ মাসে সেগুলোর ওজন দাঁড়িয়েছে ৫০০ গ্রামের কাছাকাছি। মৎসমন্ত্রী চন্দ্রনাথবাবু নিজে গিয়ে সেই ইলিশ দেখে এসেছেন।

    ডায়মন্ডহারবার এবং খড়গপুরের কাছে গঙ্গায় এই চারা ইলিশ ছাড়া হবে। মৎসমন্ত্রী ইলিশ বিশেষজ্ঞদের নিয়ে ১০ জুলাই ইলিশ ফেলতে ডায়মন্ড হারবার যাবেন। গঙ্গার জোয়ার-ভাটায় সেইসব ইলিশের চারা আরও দ্রুত বেড়ে উঠবে।