|
---|
নিজস্ব সংবাদদাতা : মাচ্ছু নদীতে গত রবিবার ব্রিজ ভেঙে পড়ে অন্তত ১৪১ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অনেকে। স্থানীয়রা জানাচ্ছেন ১৯৭৯ সালে আরো একটি দূরঘটনার সাক্ষী মাচ্ছু নদী। অন্তত ২০ হাজার মানুষের মৃত্যু হয়েছিল বলে স্থানীয়দের দাবি। সেবার আগস্ট মাসে ভয়ানক বৃষ্টিপাত হয়েছিল। নদীর জল ক্রমশই ফুলে ফেঁপে উঠছিল। বাধ্য হয়ে সিদ্ধান্ত নেওয়া হয় নদীর জল ছাড়বার, কিছু অংশ জল ছাড়া হয়। তারপরে ই নদীর বাঁধ ক্ষতিগ্রস্ত হয়। এরপরে ছাড়া জল গ্রাস করে মোরবি এলাকাকে, স্থানীয়রা জানিয়েছেন এই দুর্ঘটনার কারনে অন্তত কুড়ি হাজার মানুষের মৃত্যু হয়েছিল।