অভিনব পদ্ধতিতে ‘কোরোনা’ থেকে বাঁচার বার্তা দিলো ‘নতুন আলো’ স্বেচ্ছাসেবী সংস্থা

অভিনব পদ্ধতিতে কোরোনা থেকে বাঁচার বার্তা দিলো ‘নতুন আলো’ স্বেচ্ছাসেবী সংস্থা

    নতুন গতি প্রতিবেদক : চলছে লকডাউন তারই মাঝে রাজ্য তথা মালদা জেলার বিভিন্ন জায়গায় লোকজনের জমায়েত হচ্ছে প্রচুর পরিমানে। এই কথা মাথায় রেখে মানুষকে সচেতন করতে এইবার রাস্তার উপর সচেতনতা বার্তা দিল কালিয়াচকের এক স্বেচ্ছাসেবী সংস্থা নতুন আলো। গতকাল তারা কালিয়াচকের চৌরঙ্গী তে ৩৪নং জাতীয় সড়কের উপর করোনার ছবি ও বাড়িতে থাকুন সুস্থ থাকুন এঁকে মানুষ কে সচেতনতা বার্তা দিয়েছেন। এইরকম সচেতনতা বার্তা দেওয়ায় মালদা জেলা পুলিশ থেকে কালিয়াচক ১নং ব্লকের বিডিও,বিধায়িকা সাবিনা ইয়াসমিন ও কালিয়াচক ১নং ব্লকের সভাপতি সকলেই অভিনন্দন জানিয়েছেন সেই স্বেচ্ছাসেবী সংস্থা কে।

    মোথাবাড়ি বিধায়িকা সাবিনা ইয়াসমিন জানান নতুন আলো সদস্যরা বহুদিন থেকে মানুষের পাশে আছেন, এই যুব টিম খুব ভালো কাজ করছে সমাজের জন্য, দুস্থদের পাশে তাদের সব সময় দেখতে পাওয়া যায়। আজকে তারা যে সচেতনতা বার্তা দিয়েছে এই রাস্তার উপর খুব ভালো লাগছে, যারা এই রাস্তার উপর দিয়ে যাবে একবার হলেও ভাবতে হবে যে করোনাটা কতটা ক্ষতিকর আমাদের সকলের জন্য”।

    কালিয়াচক ১ং ব্লকের সভাপতি আতিউর রহমান বলেছেন, কালিয়াচকের কিছু যুবকদের প্রতিনিয়ত দেখছি খুব ভালো কাজ করছে আজও যা করেছে খুব ভালো কাজ করেছে তারা। ভালো লাগছে সচেতন হোক মানুষ এইটায় চাই। কালিয়াচকের বিশিষ্টজনেরাও এই কাজ থেকে খুব খুশি হয়েছে। আমাদের তরফ থেকেই একটাই বার্তা বাড়িতে থাকুন সুস্থ থাকুন। সাবান দিয়ে হাত ধুয়ে খাবার খান।