|
---|
নিজস্ব সংবাদদাতা : শিলিগুড়ির শান্তিনগর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অনেক দিন ধরেই মিড ডে মিলের খাবার পাচ্ছিল না।তাদের অভিযোগ দিনের পর দিন তাদের খাবারে অনিয়ম চলছে। বারবার বলা হলেও কেউই গ্রাহ্য করছেন না। ভাতের সাথে ডিম থাকলে দেওয়া হয় সোয়াবিন,মাংশ বলা হলে দেওয়া হয় ডিম। অথচ ইষ্কুলের জন্য বরাদ ঠিকই আছে। দিদিমনিদের অভিযোগ তাদের কিছুই করবার নেই। এদিকে অভিভাবকেরা জানিয়েছেন এর পর তারা এই বিষয়টি নিয়ে ইষ্কুল পরিদর্শকের কাছে অভিযোগ করবেন। ছাত্রছাত্রীরা জানিয়েছেন বাড়িতে ঠিকমত খাবার মানে মাছ মাংস খেতে পারেন না,ইষ্কুলের ঠিক সেই একই অবস্থা।দিনের পর দিন আশায় থেকে হতাশ তারা।