|
---|
যোগীর উদ্দেশে ট্যুইটে, নেত্রী উমা ভারতীর অসন্তোষ প্রকাশ উত্তরপ্রদেশের ঘটনায়
“বড়দিদি হিসেবে বলছি, নেতা ও সংবাদমাধ্যমকে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে দিন”
নতুন গতি ডিজিটাল ডেস্ক : উত্তরপ্রদেশের ঘটনায় অসন্তোষের সুর খোদ বিজেপির অন্দরেই। এদিন গেরুয়া শিবিরের ফায়ারব্যান্ড নেত্রী উমা ভারতী নিজের অসন্তোষ প্রকাশ করেন।
যোগী আদিত্যনাথের উদ্দেশে ট্যুইটারে তিনি লেখেন, “পুলিশ যা আচরণ করছে, তাতে বিজেপির ভাবমূর্তিতে প্রভাব পড়ছে। সংবাদমাধ্যমকে এবং অন্য রাজনৈতিক দলের নেতাদের নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে দিন। আমি আপনার চেয়ে বয়সে বড়। আপনার বড় দিদির মতো। আশা করি আমার অনুরোধ আপনি রাখবেন।”
বাধা দিল পুলিশ, নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা না করে হাথরাস ছাড়ব না, জানালেন নির্ভয়ার হয়ে মামলা লড়া আইনজীবী
হাথরসকাণ্ডের প্রতিবাদে আগামীকাল রাজপথে মমতা, বিকেল ৪ টেয় তারামণ্ডল থেকে গাঁধীমূর্তি পর্যন্ত মিছিল
মহিলাদের সম্ভ্রমহানি করলে দৃষ্টান্তমূলক সাজা, ট্যুইট যোগীর, হাথরসের ঘটনায় ডিএম,এসপি-সহ পুলিশ কর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা?
এর আগে, গতকাল হাথরস গণধর্ষণকাণ্ডে পুলিশের বিরুদ্ধে সুর চড়ান সেরাজ্যের লোনির বিজেপি বিধায়ক নন্দকিশোর গুর্জর। উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
গতকালই, হাথরসের ঘটনা নিয়ে সোচ্চার হন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। ঝাড়গ্রামে চায়ে পে চর্চা কর্মসূচিতে দিতে গিয়ে বলেন, যারা অভিযুক্ত তাদের এনকাউন্টার করা উচিত। যেখানেই ঘটুক, এইরকম ঘটনা সমর্থনযোগ্য নয়।
এই পরিস্থিতিতে, এদিন দুপুরে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ট্যুইট করে বলেন, উত্তরপ্রদেশে মা-বোনদের সম্মানহানির চেষ্টা করলে তাদের বিনাশ নিশ্চিত। ওদের এমন শাস্তি দেওয়া হবে যা ভবিষ্যতে উদাহরণ তৈরি করবে। উত্তরপ্রদেশ সরকার মা-বোনেদের সুরক্ষা ও উন্নয়নে সংকল্পবদ্ধ সরকার।
যদিও, গোটা দেশ যেখানে হাথরসের নৃশংসতা নিয়ে উত্তাল, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীরবতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা।