|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: স্ত্রীর উপর অত্যাচার এবং দ্বিতীয় বিয়ের অভিযোগে গ্রেফতার হিরো আলম। পণের দাবিতে দীর্ঘদিন ধরেই স্ত্রীয়ের উপর অত্যাচার করছিলেন নেটদুনিয়ার সেনসেশন হিরো আলম। এবছর তিনি একাদশ জাতীয় সংসদে নির্বাচনে স্বতন্ত্রভাবে বগুড়া থেকে ভোটেও দাঁড়িয়েছিলেন।
তাঁর শ্বশুর সাইফুল ইসলামের অভিযোগ, ২ লক্ষ টাকা পনের দাবিতে হিরো আলম বেশ কিছুদিন থেকে তার মেয়ের ওপর নির্যাতন করে আসছিলেন। মঙ্গলবার সন্ধ্যার সময়ও অভিযুক্ত তাঁর মেয়ের ওপর নির্যাতন চালান বলে অভিযোগ। এদিকে, হিরো আলম ঢাকায় দ্বিতীয় বিয়ে করেছেন বলে অভিযোগ এনেছেন তাঁর স্ত্রী সুমি।