খোদ বাংলায় বাঙালিদের হেনস্থা হতে হচ্ছে বহিরাগতদের দ্বারা

নতুন গতি প্রতিবেদক : কলকাতায় বাংলায় কথা বলায় হেনস্তা হওয়া বাংলা পক্ষ-র পূর্ব বর্ধমান জেলার সহযোদ্ধার পাশে দাঁড়িয়ে অভিযুক্তকে পুলিসের হাতে তুলে দিল বাংলা পক্ষ কলকাতা জেলার সহযোদ্ধারা। পূর্ব বর্ধমান জেলার সহযোদ্ধা শিঞ্জন হাজরা এস এস কে এম-হাসপাতালে ভর্তি এক আত্মীয়কে দেখতে আসেন। শিঞ্জনকে বহিরাগত এক ফল বিক্রেতা ও তার দলবল শারীরিক ভাবে হেনস্থা করে। শারীরিক হেনস্থার সময় শিঞ্জনের মোবাইলটি ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার খবর পেয়ে বাংলা পক্ষের কলকাতা জেলার সদস্যরা ঘটনাস্থলে পৌছান।

    শিঞ্জনকে নিয়ে তারা অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ জানাতে ভবানীপুর থানায় যায়। পুলিস অতি দ্রুত ব্যবস্থা নিয়ে অভিযুক্তকে থানায় তুলে আনে। বাংলা পক্ষ কলকাতা জেলার সহযোদ্ধা তনুস্রী, আলোক, দীপ, মাধব ভ্যুইয়া গোটা বিষয়টি দক্ষ ভাবে পরিচালনা করেন। ঘটনার প্রতিটি মুহুর্তে শির্ষ পরিষদ সদস্য কালাচাঁদ চট্টোপাধ্যায় সিন্ধান্তগুলি নিতে সাহায্য করেছেন।