বীরভূমের ইলামবাজারে, বন্ধ করে দেওয়া হল তৃণমূল সমর্থিত বাস শ্রমিক সংগঠনের পার্টি অফিস বীরভূম-মুর্শিদাবাদ-নদিয়া 30 August 202230 August 2022 by নতুন গতি নিজস্ব সংবাদদাতা : বীরভূমের ইলামবাজারে, বন্ধ করে দেওয়া হল তৃণমূল সমর্থিত বাস শ্রমিক সংগঠনের পার্টি অফিস। সূত্রের খবর, পূর্ত দফতরের জায়গায় গড়ে উঠেছিল এই কার্যালয়। ভয় পেয়েছে তৃণমূল, দাবি বিজেপির। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।