বোম্ব সাইক্লোন আমেরিকায়, তাপমাত্রা নামতে পারে -45 ডিগ্রিতে

নিজস্ব সংবাদদাতা :প্রতিবছর এই সময় আমেরিকায় ব্যাপক ঠান্ডা পড়ে। ক্রিসমাস এর আগে গোটা আমেরিকায় শীতের প্রভাব উল্লেখ যোগ্য, তুষারপাত এর ঘটনা ঘটে। আবহাওয়া দপ্তর থেকে এবারে জানানো হয়েছে আমেরিকায় হতে পারে বোম্ব সাইক্লোন, যার জন্য আগাম সর্তকতা জারি করা হয়েছে। এই ঝড়ের কারণে তাপমাত্রা মাইনাস ৪৫° পর্যন্ত নেমে যেতে পারে। কি এই বোম্ব সাইক্লোন, আসলে তাপমাত্রা এতটাই নেমে যায় যে তুষার ঝড় হবার সম্ভাবনা থাকে, এছাড়া তাপমাত্রা নামতে নামতে একেবারে তলানিতে গিয়ে থাকে। এইজন্য আগাম সতর্কবার্তা অবলম্বন করা হচ্ছে, জনসাধারণকে ইতিমধ্যেই এই ব্যাপারে সচেতন থাকতে বলেছে প্রশাসন।