সাম্প্রদায়িক সম্প্রীতিতে- ব্যতিক্রমী গ্রামের সম্মান পেল- জলঙ্গীর ঝাউদিয়া 

সাম্প্রদায়িক সম্প্রীতিতে- ব্যতিক্রমী গ্রামের সম্মান পেল- জলঙ্গীর ঝাউদিয়া

    নিজস্ব সংবাদদাতা, জলঙ্গি : মুর্শিদাবাদ জেলার জলঙ্গী ব্লকের ঝাউদিয়া গ্রাম। যে গ্রামটি মুসলিম অধ্যুষিত সেই গ্রামে একটি পরিবার ছিলো হিন্দুর। সেই হিন্দু পরিবারের বয়ষ্ক মহিলা ননীবালা সরকার মারা গেলে মুসলিম গ্রামবাসীরা তার সমস্ত সৎকার করে। এমন কি শ্রাদ্ধ কার্যে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। যা বর্তমান সময়ে এক নজিরবিহীন ঘটনা।এই ঘটনা বিভিন্ন পত্র পত্রিকা, সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তাই নদীয়ার করিমপুর লিটিল ম্যাগাজিন মেলা ও শিল্প উৎসব এর তরফ থেকে ৭ই ফেব্রুয়ারী একটি চিঠি দিয়ে যায়। যাতে ব্যতিক্রমী গ্রামের সম্মান প্রদানের কথা লেখা ছিলো। গতকাল অনুষ্ঠান মঞ্চে গ্রামবাসীর হাতে শংসাপত্র, সারক, উত্তরীয় প্রদান করে। উত্তরীয় প্রদান করেন,-কবি দেবজ্যোতি কর্মকার, শংসাপত্র প্রদান করেন শিক্ষিকা মিমি সরকার। গ্রামবাসীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন- একসাদ মণ্ডল, আমজাদ মণ্ডল, শিক্ষক সহিদুল ইসলাম, শুকচাঁদ মন্ডল, সামিরুল, সফিকুল, বাপী মণ্ডল, সেন্টু মণ্ডল, জাকির, আলিমরা। গ্রামবাসীর পক্ষ থেকে শিক্ষক সহিদুল ইসলাম প্রতিক্রিয়া তে জানায় যে- এমন সুন্দর উদ্যোগ কে ধন্যবাদ জানাই কিন্তু এটা ব্যতিক্রমী না হয়ে প্রতিটা গ্রামে,পাড়ায়, মহল্লায় এমন জাতিভেদ ভুলে মানুষ মানুষের পাশে দাঁড়ানো প্রকৃত মানুষের কাজ হবে। হিন্দু মুসলিম বলে কিছু হয় না সবার পরিচয় হোক মানুষ হিসেবে। দর্পণ মুখের খোঁজে পত্রিকার যুগ্ম সম্পাদক দেবজ্যোতি কর্মকার বলে – এমন জাতিভেদ ভুলে প্রতিটা মানুষ, মানুষের পাশে দাঁড়ানো একান্ত দরকার। যা করে দেখিয়েছে জলঙ্গীর ঝাউদিয়া গ্রামের মুসলিম গ্রামবাসী বৃন্দ।