|
---|
নিজস্ব সংবাদদাতা: উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) দেগঙ্গায় (Deganga) সামান্য কারণে বচসার জেরে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত প্রতিবেশীরা। পারিবারিক বিবাদের জেরেই খুন বলে খবর পুলিশ সূত্রের।
এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ: প্রতিবেশী। আপদে-বিপদে যাঁর পাশে দাঁড়ানোর কথা, সেই প্রতিবেশীর বিরুদ্ধেই আর প্রতিবেশীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল দেগঙ্গায় নুরনগরে। সামান্য কারণে দুই পরিবারের গন্ডগোলের মধ্যেই ওই ব্যক্তিকে খুন করা হয় বলে অভিযোগ। মৃতের নাম, জলিল মোল্লা (৬০)। মৃতের পরিবারের দাবি, পাঁচিল লাগোয়া জায়গার মালিকানা তাঁদেরই। তবুও সেখানে ইট রাখা নিয়ে আপত্তি জানান, প্রতিবেশী মতিয়ার মোল্লার পরিবার। সেই নিয়ে বচসা শুরু হয়।
অভিযোগ, মতিয়ারের পরিবারের ১৩ জন ইট, বাঁশ নিয়ে জলিলের বাড়িতে চড়াও হয়। পরিবারের সদস্যদের বাঁচাতে গেলে সবাই মিলে জলিলকে বেধড়ক মারধর করে। পরে গ্রামবাসীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে দেগঙ্গা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, পারিবারিক বিবাদের জেরেই খুন। ঘটনার পর থেকে অভিযুক্ত প্রতিবেশীরা পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি চলছে।
এদিকে বাগুইআটি কাণ্ডের রেশ এখনও কাটেনি। তারই মধ্যে সামনে এসেছে বীরভূমের ইলামবাজারে বন্ধুর হাতে বন্ধু খুনের ঘটনা। সেই ঘটনার পাশাপাশি, চমকে দিয়েছে উত্তর ২৪ পরগনার পানিহাটির ঘটনা। মালাপাড়া গঙ্গার ঘাটে যুবকের গলার নলিকাটা দেহ উদ্ধার, শনিবার সকালে স্থানীয় বাসিন্দারা পানিহাটি ঘাটে এক যুবকের দেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।তদন্তে নেমে পুলিশ জানতে পারে, নিহত যুবকের নাম সায়ন দাস। শনিবার রাতে ৪ যুবককে গ্রেফতার করে পুলিশ। বেলঘরিয়া, কামারহাটি, আগরপাড়া থেকে ধৃত চার যুবকের নাম মহম্মদ মোস্তাক, আকাশ সাউ, দিপু শর্মা ও মহম্মদ সালাউদ্দিন।
পুলিশ সূত্রে দাবি, শুক্রবার রাতে কামারহাটি থানা এলাকার মালাপাড়া ঘাটে সায়নের সঙ্গে মদ্যপান করছিল এই চার বন্ধু। কোনও কারণে তাঁদের মধ্যে বচসা শুরু হয়। মত্ত অবস্থায় ৪ বন্ধু মিলে সায়নের গলার নলি কেটে দেয়। তারপর দেহ পুঁতে দেয় গঙ্গার চরে। রবিবার ধৃতদের ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হলে ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। খুনের ঘটনায় আতঙ্কে এলাকার স্থানীয়রা।