ধুলিয়ানে বন্ধন ব্যাংকের কর্মীদের ঘেরাও করে বিক্ষোভ দেখালো এলাকাবাসী

নতুন গতি, ওয়েব ডেস্ক : সামশেরগঞ্জ থানার অন্তর্গত, ধুলিয়ানে বন্ধন ব্যাংক এর বিরুদ্ধে এলাকার মানুষের ক্ষোভ বাড়ছে। আজ বুধবার বন্ধন ব্যাংকের কর্মীদের ঘেরাও করে বিক্ষোভ দেখান এলাকাবাসী। লোনের গ্রাহকদের বক্তব্য লকডাউনের সময় সরকার ঘোষণা করেছিলেন যে লোনের কোন সুদ নেওয়া যাবে না কিন্তু বন্ধন ব্যাংক এর কর্মচারীরা লকডাউনের সময়ের প্রচুর পরিমাণে সুদ নিচ্ছে।

     

    উপভোক্তা এলাকাবাসীদের বক্তব্য এক লক্ষ টাকা লোন নিলে ১০৪ সপ্তাহে সব দিতে হবে। ১ লক্ষ টাকা থেকে সমস্ত বীমা কেটে মাত্র পাঁচাশি হাজার টাকা দিচ্ছি। সপ্তাহে ১১৬০ টাকা নেওয়া হচ্ছে। হিসেব করে দেখা যাচ্ছে ৩৫ হাজার টাকা বেশি নিচ্ছে ফলে মানুষের চরম অসুবিধা হচ্ছে।

     

    বন্ধন ব্যাংকের কর্মীদের জিজ্ঞাসা করা হয় যে মানুষের লোন নেওয়া অবস্থা নেই তাদের কিসের ভিত্তিতে লোন দেওয়া হচ্ছে। যখন লোন পরিশোধ করতে পারছেন না তখন বহু মানুষ বাধ্য হয়ে ভিনদেশে পারি দিচ্ছেন কাজের জন্য। এর ফলে যেকোনো সময় বড় ধরনের আন্দোলনের পথে যেতে বাধ্য করছে বন্ধন ব্যাংকের কর্মীরা। কিন্তু বন্ধন ব্যাংক এর তরফ থেকে এখন অব্দি আধিকারিক ভাবে কিছুই উত্তর মেলেনি।