কেন্দ্রীয় সরকারের আমলে রাজ্যের প্রতি বিভিন্ন বঞ্চনার বিরুদ্ধে সরিষা ২৪৬ মোড় তৃনমূলের দলীয় কার্যালয়ের সামনে রবীন্দ্র নাথ ও নজরুল ইসলামের মূর্তির পাদদেশে শিক্ষক শিক্ষিকাদের অবস্থান বিক্ষোভ

বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার:- রাজ্যের প্রতি কেন্দ্রীয় সরকারের আমলে রাজ্যে প্রতিহিংসা মূলক আক্রমণ, বৈমাত্রীক সুলভ মনোভাব ও আর্থিক বঞ্চনার প্রতিবাদে ডায়মন্ড হারবার ২নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেসের ব্যবস্থাপনায়। সরিষা ২৪৬ মোড় তৃনমূলের দলীয় কার্যালয়ের সামনে রবীন্দ্র নাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের মূর্তির পাদদেশে, শিক্ষক শিক্ষিকাদের অবস্থান বিক্ষোভ করেন। এদিন অবস্থান বিক্ষোভ এর প্রথমে রবীন্দ্র নাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের মূর্তিতে মাল্যদান করে এই কর্মসূচি শুরু হয়। পাশাপাশি অবস্থান বিক্ষোভের শেষে সরিষা ২৪৬ মোড়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।উপস্থিত ছিলেন ২নম্বর ব্লকের সভাপতি অরুময় গায়েন,যাদবপুর ও ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার মহিলা সভানেত্রী মনমহিনী বিশ্বাস,সরিষা অঞ্চলের অবজারভার শামীম আহমেদ মোল্লা, বিশিষ্ঠ শিক্ষক নেতা শশাঙ্ক পুর্কাইত,মহিলা সভানেত্রী শিপ্রা কাঠাল,জেলা পরিষদের সদস্যা ওয়াহিদা রহমান গায়েন,ডলি কয়াল,হাসিবুল মোল্লা, অরিন্দম ঘোষ, সহ আরো অন্যান্য সকল শিক্ষক ও শিক্ষার্থীরা। ব্লক সভাপতি অরুময় গায়েন তিনি বলেন বহু জনমুখী প্রকল্পের সৃষ্টিকারী মানব দরদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কেন্দ্রীয় সরকার বিপাকে ফেলতে এবং কেন্দ্রীয় সরকার রাজ্যের প্রতি ১০০ দিনের বকেয়া টাকা সহ বিভিন্ন আর্থিক বঞ্চনার বিরুদ্ধে শিক্ষক,শিক্ষিকা সকল স্তরের শিক্ষা কর্মীদের উপস্থিতিতে সকাল ৯ থেকে সন্ধা ৬ পর্যন্ত অবস্থান বিক্ষোভ কর্ময়সুচি হয়। এছাড়াও তাদের দাবি ছিল চাকরিরত যোগ্য শিক্ষক, শিক্ষিকাদের উপর বিরোধী দল গুলির প্রতিহিংসা মূলক আচরণ বন্ধ করা, ১০০দিনের বকেয়া টাকা, আবাস যোজনা টাকার সমস্ত মেটানো সহ রাজ্য কে কোনোভাবে বঞ্চনা করা চলবে না,সহ সকল বিদ্যালয় গুলিতে মিডডে মিলের বরাদ্দ বৃদ্দি করা সহ আরো অন্যান্য বিষয় নিয়ে এই অবস্থান বিক্ষোভ।