|
---|
নিজস্ব সংবাদদাতা: হাওড়া জেলার বাগনান থানার হাটুড়িয়ায় বাগনান জনকল্যাণ সমিতির উদ্যোগে ও ইউকো ডেভেলপমেন্ট ট্রাস্টের পরিচালনায় ৩৫ জন করে মোট ৭০ জন মহিলাকে নিয়ে ১৩ দিনের প্রশিক্ষণ শিবির শেষের পথে । এই প্রশিক্ষণ শুরু হয়েছিল ২৮ জুলাই , শেষ হবে আগামীকাল ১১ আগস্ট বৃহস্পতিবার। মোট ৩০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে । এই মহিলাদের হাতে কলমে এবং কাজের মাধ্যম দিয়ে এই প্রশিক্ষণ শিবিরে হাওড়া জেলার বিভিন্ন পরিবারের মহিলারা সাবলম্বী হওয়ার জন্য এই প্রশিক্ষণ নিচ্ছেন বলে জানান আমাদের প্রতিনিধিকে বাগনান জনকল্যাণ সমিতির সম্পাদক হিমাংশু রায় । খেলনা তৈরী , সফটয়েজ ও পাটজাত দ্রব্যের উন্নত মানের জিনিস পত্র তৈরীর প্রশিক্ষণ দেন দীপা নন্দি ও মহুয়া রায়। ইউকো ডেভেলপমেন্ট ট্রাষ্টের রাহুল রায় , বিদিশা চৌধুরী,সৌমিতা চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।তাঁরা পর্যাক্রমে প্রশিক্ষণের লক্ষ্য,উদ্দেশ্য, কার্যকারিতা ব্যাখ্যা করেন। মহিলাদের স্বনির্ভর করতে একদিকে যেমন বাগনান জনকল্যাণ সমিতি স্বচেষ্ট, পাটের কাজের শিক্ষার্থী সিরাজাম মনিরা ও ইউকো ডেভেলপমেন্ট ট্রাষ্টও ঠিক একই ভাবে স্বচেষ্ট বলেন হামিদা খাতুন। রুপালী জানা ও রীমি মান্না আমাদের প্রতিনিধিকে বলেন আমরা বাগনান জনকল্যাণ সমিতির উদ্যোগকে সাধুবাদ জানাই । আন্তরিকভাবে আমাদের স্বনির্ভর করার জন্য চেষ্টা করে যাচ্ছে। আরো বেশি করে এরূপ প্রশিক্ষণ চারিদিকে করার জন্য আহ্বান জানান এক গৃহবধূ আম্বিয়া বেগম। প্রশিক্ষণপ্রাপ্তদের শংসাপত্র দেওয়া হবে বলে জানা যায়।