কেশপুরে “বাংলা নিজের মেয়েকেই চায়” স্লোগানের উদ্বোধন করলেন বিধায়ক শিউলি শাহা

সেখ মহম্মদ ইমরান, কেশপুর : কেশপুরের দলীয় কার্যালয়ে বিধায়ক শিউলি শাহা “বাংলা নিজের মেয়েকে চায়” স্লোগানের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন আজ। এই নির্বাচনী স্লোগানের মূল থিম ও ভাবনা এবং সরকারের বিভিন্ন জনকল্যাণ মূলক প্রকল্পের কথাও জানানো হয় দলের পক্ষ থেকে।
প্রসঙ্গত, গত 20 ফেব্রুয়ারি তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী কলকাতা তৃণমূল ভবনে “বাংলা নিজের মেয়েকে চায়” স্লোগান এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। দলের নেতাকর্মী ও সংবাদ-মাধ্যমের দ্বারা সর্বস্তরের মানুষের কাছে এই শ্লোগান পৌঁছাতে চাইছে দলীয় নেতৃত্ব ।

    বিধায়ক শিউলি শাহা কেশপুরে দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই শ্লোগানে উদ্বোধন করে বলেন, বাংলার সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার জন্য আমাদের সকলের প্রয়োজন যাকে তিনি হলেন এই বাংলার নিজের মেয়ে। এই আসন্ন বিধানসভা নির্বাচন , দেশের সংবিধান রক্ষার লড়াই এবং সারা দেশের মানুষ এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে, আর এই লড়াইয়ে যিনি সর্বদা সামনে থেকে নেতৃত্ব দেবেন তিনি হলেন এই বাংলার নিজের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়।

    এদিন উপস্থিত ছিলেন কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি উত্তমানন্দ ত্রিপাঠি, যুব সভাপতি আসিফ ইকবাল, চিত্ত গড়াই, দুর্লভ ঘোষ, তপন চক্রবর্তী, সেখ ইমদাদুল সহ অন্যান্য নেতৃবৃন্দ।