|
---|
খান আরশাদ, বীরভূম:
রাজনগরের মালিপাড়া গ্রামে রাস্তায় নোংরা জল ফেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ঝামেলা বাধল মঙ্গলবার।
মালিপাড়া গ্রামের মাঝে একটি রাস্তা রয়েছে যেখানে কোন নিকাশী নালা নেই । রাস্তাটি কয়েক বছর আগে ঢালাই করা হলেও নিকাশি-নালা না থাকার জন্য দুই পাশের বাড়ির নোংরা জল রাস্তায় এসে পড়ছে। ফলে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। রাস্তা খারাপ হওয়ার কারণ হিসেবে আশেপাশের লোকজন একে অপরকে দোষারোপ করছেন এবং এ নিয়ে মঙ্গলবার দুপুরে উভয় পক্ষের মধ্যে তীব্র কথা কাটাকাটি শুরু হয়। বিষয়টি রাজনগর থানায় জানানো হলে রাজনগর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং উভয় পক্ষকে বিষয়টি সমাধানের জন্য আশ্বাস দেওয়া হয়।
স্থানীয়রা এ নিয়ে রাজনগরের বিডিও এবং পঞ্চায়েত প্রধানকেও লিখিতভাবে বিষয়টি সমাধানের জন্য জানিয়েছেন বলে জানা গিয়েছে।
রাজনগর গ্রাম পঞ্চায়েত প্রধান সরস্বতী ধীবর ফোন মারফত জানিয়েছেন, ওই রাস্তাটি পঞ্চায়েতের তরফেই ঢালাই করে দেওয়া হয়েছে এবং নিকাশী নালা তৈরির কাজও চলছে। তিনটি ধাপে এই কাজটি সম্পন্ন হবে।
মঙ্গলবার স্থানীয়দের তরফে বিষয়টি জানানোর পর রাস্তাটি পঞ্চায়েতের তরফে পরিদর্শন করা হয়। পঞ্চায়েত প্রধান জানিয়েছেন দীর্ঘদিনের দাবি মেনেই রাস্তাটি তৈরি করে দেওয়া হয়েছে। নিকাশী নালাটি তৈরির কাজ চলছে। খুব তাড়াতাড়ির মধ্যেই বাকি অংশের কাজ শুরু হবে এবং এটি সম্পূর্ণ তৈরি হয়ে গেলেই সমস্যার সমাধান হয়ে যাবে।
পাশাপাশি রাস্তাটি সকলেই যাতে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখেন সে বিষয়ে তিনি স্থানীয়দের আবেদন করেন।