মুর্শিদাবাদ জেলাতেই ধাক্কা খেলো ঐক্য!আরও ৩৯ আসনে প্রার্থী ঘােষণা কংগ্রেসের

মুর্শিদাবাদ জেলাতেই ধাক্কা খেলো ঐক্য!আরও ৩৯ আসনে প্রার্থী ঘােষণা কংগ্রেসের

     

     

     

     

    নতুন গতি নিউজ ডেস্ক : শনিবার রাতে কংগ্রেস আরও ৩৯ আসনে প্রার্থী ঘােষণা করেছে তাতে দেখা যাচ্ছে মুর্শিদাবাদ জেলাতেই ধাক্কা খেয়েছে ঐক্য। যে প্রার্থী তালিকা ঘােষণা করেছে তাতে মুর্শিদাবাদের সামসেরগঞ্জে প্রার্থী করা হয়েছে মহম্মদ রেজাউল হক ওরফে মন্টুকে। অন্যদিকে এই কেন্দ্রে আগেই সিপিএম প্রার্থীর করেছে মোদাস্সের হােসেনকে। যদিও বাম কংগ্রেস নেতারা এটাকে ভাঙন বলছেন না। তাঁদের বক্তব্য, ওই আসনে বন্ধুত্বপূর্ণ লড়াই হবে। যদিও এই কেন্দ্রে সপ্তম দফায় ভােট। আরও কিছু দিন সময় রয়েছে আলােচনা করে সমাধান বের করার। যে কোনও একটি দল প্রার্থী প্রত্যাহার করলে লড়াই হবে না এই কেন্দ্রে।

     

    শনিবারের ঘােষণায় প্রদেশ কংগ্রেসের সামনের সারির নেতাদের প্রার্থী করা হয়েছে।

    শান্তিপুরে কংগ্রেস প্রার্থী ঋজু ঘােষাল, বাদুড়িয়ায় আব্দুস সাত্তার, নােয়াপাড়ায় লড়বেন শুভঙ্কর সরকার, পানিহাটিতে কংগ্রেস প্রার্থী তাপস মজুমদার, ভবানীপুরে সাদাব খান, রাসবিহারীতে আশুতােষ চট্টেপাধ্যায়, চৌরঙ্গীতে প্রার্থী সন্তোষ কুমার পাঠক।