|
---|
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- গ্রাম জাগাও,বাংলা বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে নভেম্বর মাস ব্যাপী সিপিআইএমের জ্যাঠা মিছিল ও পথসভার কর্মসূচি গ্রহণ করা হয়েছে।সেই মোতাবেক শুক্রবার বোলপুর এলাকার পাড়ুই থানার সাত্তোর স্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন স্থানে অনুষ্ঠিত হয় মিছিল ও পথসভা।পথ সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিপিআইএম এর রাজ্য বিধানসভার সদস্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য। অনুব্রত’র গড়ে এসে এদিন তদন্তকারীদের উদ্দেশ্যে বলেন সিবিআই- ইডি’র তদন্ত প্রক্রিয়ায় যাতে প্রভাবিত না হয়, অপরাধীরা চেষ্টা করে যাচ্ছেন প্রভাবিত করার,আসল অপরাধীদের খুঁজে বের করতে হবে ।
আরো বলেন অনুব্রত মণ্ডল এত টাকা পেলেন কোথা থেকে, তার মেয়েই বা সামান্য একজন শিক্ষিকা হয়ে এত সম্পত্তির মালিক হলেন কিভাবে? এতো টাকা, এত আয় আসছে কিভাবে? এই টাকা বেআইনি পথ ছাড়া হতে পারে না। আসল অপরাধীদের খুঁজে বার করতে হবে।এছাড়াও বক্তব্য রাখেন সিপিআইএম নেতা বকুল ঘোরুই। উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা সম্পাদক গৌতম ঘোষ, শ্যামলী প্রধান প্রমুখ নেতৃত্ব। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ১০০ দিনের কাজ চালু,নৈরাজ্য,স্বৈরাচার, সাম্প্রদায়িক বিদ্বেষ,মানুষের পঞ্চায়েত গড়ার দাবীকে সামনে রেখে নভেম্বর মাস ব্যাপী বীরভূম জেলা জুড়ে প্রত্যেকটা বুথে বুথে জাঠাকর্মসূচী নিয়েছে সিপিআইএম। মূলত শ্রমিক,কৃষক,ক্ষেতমজুর,মহিলা,ছাত্র- যুব সংগঠনকে একত্রিত করে পদযাত্রা সফল করার জন্য ইতিমধ্যেই গ্রামে গ্রামে শুরু হয়েছে মিছিল ও পথসভা বলে দলীয় সূত্রে জানা যায়।