পর্যটকদের সামনে দাঁতন এলাকার পর্যটনকে জনপ্রিয় করতে প্রকাশিত হলো রঙিন ট্যুরিজম-ফোল্ডার

নিজস্ব সংবাদদাতা, দাঁতন পশ্চিম মেদিনীপুর: সমগ্র ভারতবর্ষ জুড়ে যেমনটা বুদ্ধগয়া অজন্তা-ইলোরা বা হাম্পির মতো ইতিহাসখ্যাত পর্যটন কেন্দ্রগুলিতে ভ্রমণপিপাসু সংগ্রাহকদের নতুন কিছু জানিয়ে দেওয়ার নেশায় বুঁদ করে রাখতে অপেক্ষা করে থাকে রঙিন ট্যুরিজম ফোল্ডার , ঠিক তেমনি দক্ষিণ-পশ্চিম সীমানা বাংলার ঐতিহাসিক দাঁতন অঞ্চলের সদা উপেক্ষিত পর্যটন সম্ভাবনাকে নতুন করে জনপ্রিয় করে তোলার লক্ষ্যে সম্প্রতি দাঁতনের একমাত্র আঞ্চলিক ইতিহাস গবেষণা কেন্দ্র দণ্ডভুক্তি একাডেমী এবং দাঁতন থানার যৌথ উদ্যোগে ঐতিহাসিক দাঁতন ও পার্শ্ববতী অঞ্চলের সার্কিট ট্যুরিজম ফোল্ডার প্রকাশিত হয়েছে । নাম রাখা হয়েছে
“Destination Dantan- a brilliant land of myth , mystry and history ” । এই পর্যটক-বন্ধু দূর-দূরান্তের হাজার হাজার সাধারণ পর্যটক থেকে শুরু করে চিন্তাবিদ, গবেষক প্রত্যেক মানুষকেই সুবর্ণরেখা অববাহিকায প্রাচীন ইতিহাসক্ষেত্রটিকে অতি সহজে, এক ঝলকে আত্মীকরণ করে নিতে প্রভূত সাহায্য করবে। ফোল্ডারটির মূল ভাবনা, গ্রন্থনা ও সম্পাদনা করেছেন
‘দণ্ডভুক্তি’ পত্রিকার সম্পাদক তথা গবেষক সন্তু জানা । সম্প্রতি কার্য্যকালের শেষদিনে দাঁতন থানার প্রাক্তন আধিকারিক সুব্রত মজুমদার এই বিশেষ ফোল্ডারটি প্রকাশ করেছেন ।

    দুটি ভিন্ন সংখ্যায় রঙিন ফোল্ডারটি প্রকাশিত হয়েছে । দাঁতনের প্রাচীন ইতিহাস নিদর্শন ও ব্রিটিশ যুগের ইতিহাস নিদর্শন এই দুটি বিভাগে বিভক্ত। দেশী-বিদেশী পর্যটকদের কথা ভেবে লেখা হয়েছে বাংলা ও ইংরেজি দুটি ভাষাতেই । রয়েছে দাঁতনের মোগলমারির বৌদ্ধ বিহার ,শরসংকা দীঘি , প্রাচীন শ্যামলেশ্বর মন্দির , কাকরাজিত চৈতন্যধাম , ব্রিটিশ মুন্সেফ কোর্ট, মনোহরপুরের বিখ্যাত রাজবাড়ী, প্রাচীন সূর্যপুত্র রেবন্তের প্রস্তর মূর্তি প্রভৃতি অসংখ্য ইতিহাসখ্যাত স্থানগুলির সংক্ষিপ্ত পরিচয়, ইতিহাস, অবস্থান ও চিত্র। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার , রাজা রামচন্দ্র রায় বীরবর , সুরেশ চন্দ্র রায় বীরবর , ভাগবত চন্দ্র দাস , সত্যেন মহান্তি , পুলিন সামন্ত, সূর্যেন্দু বিকাশ কর মহাপাত্র প্রমুখ খ্যাতনামা ভূমিপুত্রদের জন্মস্থান পরিদর্শনে পর্যটকদের উদ্বুদ্ধ করা হয়েছে । পাশাপাশি সার্কিট ট্যুরিজমের অন্তর্গত ওড়িশার রায়বনিয়া দুর্গ, কেশিয়াড়ির কুরুম্বেড়া দুর্গ , রাধানগরে বিপ্লবী হেমচন্দ্রের বাংলো-বাড়ি, খণ্ডরুইতে কালি প্রসন্ন সিংহের রাজসমাধি প্রভৃতির তথ্যও প্রদান করা হয়েছে । কলকাতা বা অন্য প্রদেশ থেকে রেলপথ ও সড়কপথে কিভাবে আসা যাবে ওড়িশা সীমানা বাংলার দাঁতনে ,থাকা-খাওয়ার বন্দোবস্তই বা কি, এছাড়া এলাকার গুরুত্বপূর্ন প্রশাসনিক ফোন নম্বর সহ আরও বহু প্রয়োজনীয় তথ্য এবার থেকে পর্যটকদের হাতের মুঠোয় উপস্থিত করেছে ‘ দণ্ডভুক্তি একাডেমী ‘ ।

    সম্পাদক সন্তু জানা বলেন- “ঐতিহাসিক দাঁতনের সীমাহীন পর্যটন সম্ভাবনাকে পাথেয় করে সাধারণ মানুষের সুবিধার্থে এমন গুরুত্বপূর্ন পদক্ষেপ দাঁতনের ইতিহাসে এই প্রথমবারের জন্য প্রকাশিত হল । এমনকি, পশ্চিম মেদিনীপুর জেলার পর্যটন মানচিত্রের প্রেক্ষিতেও এমন পর্যটক-বন্ধু রঙিন সার্কিট ট্যুরিজম ফোল্ডারের আত্মপ্রকাশ সম্ভবত এটাই প্রথম । বিশ্বের পর্যটন মানচিত্রে দাঁতনকে বিশেষ ভাবে স্থান করে দেওয়ার লক্ষ্যেই এমন বিরল উদ্যোগ গ্রহণ করেছি ।”