৬ দফা দাবী আদায়ের লক্ষ্যে জেলাশাসক ও স্বাস্থ্য কর্মাধ্যক্ষর নিকট স্বারকলিপি দিলো সারা বাংলা গ্রামীণ কর্মী সংগঠন

নিজস্ব সংবাদদাতা,নতুন গতি, মেদিনীপুর: সারা বাংলা গ্রামীণ কর্মী সংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে মেদিনীপুরের জেলাশাসক ও পশ্চিম মেদিনীপুর জিলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ এর নিকট দাবি নিয়ে গতকাল স্বারক লিপি জমা করেন।

    এদিনের ডেপুটেশনে উপস্থিত ছিলেন সম্পাদক অরুণ কুমার দাস, উপদেষ্টা কমিটির প্রধান অভিজিৎ কুমার জানা, সহ সম্পাদক রবীন্দ্রনাথ মৃদুলি রায়, কোষাধ্যক্ষ সেখ আব্দুল দাইয়ান, সহ সভাপতি মনোজ মিত্র, স্টেট কমিটির মেম্বার প্রশান্ত ভৌমিক সহ অন্যান্যরা।

    এদের প্রধান প্রধান দাবি সমূহ ছিল মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী SAVRP দের সিস্টেমের মধ্যে আনতে হবে। SAVRP দের 100% সামাজিক নিরীক্ষার কাজে যুক্ত করতে হবে। SAVRP দের কর্ম নিশ্চয়তা প্রদান করতে হবে । SAVRP দের নূন্যতম ১৫০০০টাকা মাসিক বেতন দিতে হবে। করোনা যোদ্ধা শংসাপত্র সহ করোনা মোকাবিলার কাজে আলাদা incentive প্রদান করতে হবে। SAVRP দের স্বাস্থ্যসাথী ও জীবনবীমা চালু করতে হব

    কোষাধ্যক্ষ সেখ আব্দুল দাইয়ান বলেন, আমরা এই করোনা পরিস্থিতিতে নিজেদের জীবন বাজি রেখে কাজ করছি। আমরা স্বারকলিপি প্রদান করেছি। আশা করছি আমাদের দাবী গুলো গুরুত্ব সহকারে বিবেচনা করে দেবেন জেলাশাসক ও জেলা স্বাস্থ্য কর্মাধ্যক্ষ।