কাতারে এক পিস বার্গারের দাম ৪০ টাকা,এক লিটার পেট্রোল ৩২ টাকা

নিজস্ব সংবাদদাতা:  আমরা উইকএন্ড বলতে বুঝি শনি ও রবি,তবে কাতারে কিন্ত উইকেন্ড শুক্র, শনি।আগে ছিল বেস্পতিবার ও শুক্রবার। তবে বর্তমানে নিয়ম কিছু পাল্টিয়েছে। কাতারে রবিবার বলে কিছু নেই।

    কাতারে পেট্রোলের দাম কোল্ড ড্রিংকস এর থেকে তিন গুণ কম। কাতারে এক লিটার পেট্রোলের দাম ৩২ টাকা,অপরদিকে কোল্ডড্রিংকস এর দাম ৯২ টাকা। অবাক হলেও এটাই সত্যি।অপরদিকে একটি বার্গারের দাম ৪০ টাকা। কাতারে বিত্তশালীরা বসবাস করেন।এখানে প্রতি তৃতীয় ব্যাক্তি কোটিপতি। অল্প ধনী হলেও এখানে লাখপতি লোকের বাস।আমেরিকা, সৌদিআরব থেকে এখানে দ্বিগুন বিত্তশালীরা বসবাস করেন ।