|
---|
নতুন গতি ডিজিটাল ডেস্ক: রাজস্থানের পুরভোটে ভালো ফল হয়নি বিজেপির, কার্যত কংগ্রেসের কাছে জোর ধাক্কা খেল বিজেপি। এমনকি নির্দল থেকেও পিছিয়ে গেরুয়া শিবির। এখন প্ৰথমে রয়েছে কংগ্রেস, তারপরে দ্বিতীয় স্থানে নির্দল। এখনও অবশ্য বোর্ড গঠন করা বাকি।
১২টি জেলায় ৫০টি পুরবোর্ডের ১৭৭৫টি আসনে নির্বাচন হয়েছিল রাজস্থানে। এখনও পর্যন্ত ১৭৭৪টি আসনের ফল ঘোষিত হয়েছে। কংগ্রেস পেয়েছে ৬২০টি, নির্দল প্রার্থীরা পেয়েছেন ৫৯৫টি ও বিজেপি পেয়েছে ৫৪৮টি আসন। তবে বোর্ড গঠন করতে দুদলেরই ভরসা হবে নির্দল প্রার্থীরা। তবে উল্লে্খ্য, কৌশলগত ভাবেই কংগ্রেস বেশকিছু আসনে নির্দল প্রার্থী দাঁড় করিয়েছিলেন। তাঁদের সেই কৌশল কাজেও এসেছে। জয় পেয়েছেন সেই সমস্ত প্রার্থীরা।