রাজনগরের ছাতিনা প্রাথমিক বিদ্যালয়ে সময় মত শিক্ষকরা না আসায় ক্ষোভ

 

     

     

    খান আরশাদ, বীরভূম:

    রাজনগরের গুলালগাছি গ্রামের ছাতিনা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকরা প্রতিদিন দুপুর বারোটায় হাজির হন। এরপরই শুরু হয় ক্লাস। এরকমই অভিযোগ অভিভাবকদের এবং স্থানীয়দের। স্থানীয়দের অভিযোগ ছাতিনা প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সহ চারজন শিক্ষক রয়েছেন। এর মধ্যে মাত্র একজন শিক্ষক সময়মতো স্কুলে এলেও বাকি তিনজন শিক্ষক কিন্তু সময় মতো কেউই স্কুলে এসে পৌঁছান না। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অপূর্ব সিনহাও প্রতিদিনই নাকি পৌনে বারোটা- বারোটা নাগাদ স্কুলে এসে পৌঁছান। বুধবার দিনও পৌনে বারোটা নাগাদ তিনি বিদ্যালয়ে এসে পৌঁছান। এ বিষয়ে তাকে গ্রামবাসীরা এবং অভিভাবকরা জিজ্ঞেস করলে তিনি জানিয়েছেন স্কুলের কাজের জন্য তার দেরি হয়। স্কুলের খুদে পড়ুয়ারা জানিয়েছে বিদ্যালয়ের শিক্ষকরা দেরিতেই স্কুল আসেন। অভিভাবকরা প্রধান শিক্ষককে এর আগেও এ বিষয়ে সতর্ক করেছিলেন, কিন্তু তিনি কোনও কথা কানেই নেননি। শিক্ষকদের বিরুদ্ধে এ রকমই অভিযোগ করলেন গিরিধারী মন্ডল, সেখ সমু, সঞ্জয় বাগদি সহ অন্যান্য অভিভাবক ও স্থানীয়রা।

    এ বিষয়ে বীরভূম জেলা প্রাথমিক সংসদের চেয়ারম্যান ড: প্রলয় নায়েক জানিয়েছেন বিষয়টি জেনে সত্যতা যাচাই করবেন এবং প্রয়োজন হলে নিশ্চয়ই ব্যবস্থা নেবেন।