|
---|
নিজস্ব সংবাদদাতা : বিরল অস্ত্রোপচারে মহিলার পেট থেকে বার করা হল প্রায় ৮ কেজি ওজনের টিউমার | যন্ত্রণাবিহীন এই টিউমারকে চিকিৎসাশাস্ত্রে বলা হয় ‘‘RETROPERITONEAL SARCOMA’’ যা আপনার শরীরে বেড়ে উঠলেও টের পাবেন না ৷
ঠিক এরকমই একটি টিউমার বাসা বেঁধেছিল ৫২ বছরের শিবপুরের বাসিন্দা রাজিয়া খাতুনের শরীরে ৷ চিকিৎসকের দাবি, টিউমারের বয়স কম করে ৩-৪ বছর ৷ শরীরের পিছনের অংশে এই ধরণের টিউমার তৈরি হয় | কোনওরকম যন্ত্রণা হয় না ৷ এমনকী, যতক্ষণ না এটি বিশাল আকার নেয় ততক্ষণ বোঝাও সম্ভব নয় মানুষের পক্ষে ৷এর ফলে এই টিউমারটি বড় হতে হতে শরীরের ভিতরে একাধিক ক্ষতি করতে থাকে ৷ যেমন, মূত্রনালি, খাদ্যনালি-সহ একাধিক নালির মুখ বন্ধ করে দেয় | যার কারণে রোগীর যেকোনও মুহূর্তেই প্রাণহানি ঘটে ৷ রাজিয়া সুলতানার পরিবারের দাবি, এক মাস আগে থেকে রাজিয়া দেবী কিছু খেতে চাইতেন না, শুধু পেট ভার ভার বলতেন ৷ সেই সময় চিকিৎসকের কাছে নিয়ে যাই ৷ সব রকম পরীক্ষা করে রোগ ধরা পরে ৷ কিন্তু শহরের বেশ কিছু হাসপাতালে ঘুরেও কোনও সাহায্য পাওয়া যায় নি ৷ অবশেষে হাওড়ার শিবপুরের একটি বেসরকারি হাসপাতালে রাজ্য সরকারের দেওয়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে এক বিরল অস্ত্রোপচার করে মৃতপ্রায় মহিলার প্রাণ ফেরালেন চিকিৎসক ৷